ঢাকায় দ্বিতীয় এআই এজেন্ট বুটক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত

সিএক্সও গ্লোবাল অ্যালায়েন্স এবং ওপেন সোর্স বাংলাদেশ অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হলো “২য় এআই এজেন্ট বুটক্যাম্প ২০২৫ – ফ্রম ভিশন টু এক্সিকিউশন”। বুটক্যাম্পে বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৭৬ জননির্বাহী, ম্যানেজার ও ডেভেলপার অংশ নেন। তাদেররকে দিক নির্দেশনা দেনে ১৫ জন মেন্টর।
রাজধানীর কাওরান বাজারস্থ অস্টেলাসিয়া ট্রেড হাবে সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে বুটক্যাম্প চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এতে লিড ইনস্ট্রাক্টর হিসেবে উপস্থিত ছিলেন অ্যামাজন ওয়েব সার্ভিসেসের সল্যুশন আর্কিটেকচার এবং স্টার্টআপস লিডার মোহাম্মদ মাহদী-উজ জামান।
এই বুটক্যাম্পে একক এজেন্ট থেকে বহুমুখী এজেন্ট সিস্টেমে রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকরা জানান, আগে যেসব প্রকল্প সম্পন্ন করতে দুই সপ্তাহ সময় লাগত, এখন তা মাত্র একদিনেই শেষ করা সম্ভব, খরচও কমেছে প্রায় একশ গুণ। কর্মশালায় মাল্টি-এজেন্ট ওয়ার্কফ্লো, ডেটা অপস, এআই অপস এবং ফিনটেক, টেলিকম, হেলথকেয়ার ও এফএমসিজি খাতের বাস্তব কেস স্টাডি উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিএক্সও গ্লোবাল অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ। তিনি বলেন, “বাংলাদেশ এখন এআই-ফার্স্ট কৌশল গ্রহণে প্রস্তুত। শিল্প খাতে মাল্টি-এজেন্ট সিস্টেমের প্রসার ঘটিয়ে দেশের রূপান্তর সম্ভব হবে।”
অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই বুটক্যাম্প। আগামী বছরে আবার বসবে এই বুটক্যাম্প।