২৫ এআই ফিচারে ইনফিনিক্স জিটি ৩০ ৫জি

২৫টির বেশি এআই-চালিত ফিচার নিয়ে ৩০হাজার ৯৯৯ টাকায় শ্যাডো অ্যাশ, ব্লেড হোয়াইট, সাইবার ব্লু এবং পালস গ্রিন- এই তিন রঙে দেশের মোবাইল বাজারে যুক্ত হলো ইনফিনিক্সের ৫জি ফোন জিটি ৩০।
ইনফিনিক্স বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রিগার, ডাইমেনসিটি ৭৪০০ ৫জি প্রসেসর এবং ১.৫কে এ্যামোলেড ডিসপ্লের সমন্বয়ে গঠিত ফোনটি ফ্রি ফায়ারের মতো ইস্পোর্টস গেইম খেলার জন্য বিশেষ সুবিধা রয়েছে।
নতুন এই হ্যান্ডসেটটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ ৫জি চিপসেট। ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটে ফোনটির ১.৫কে এ্যামোলেড ডিসপ্লেতে ৪৫০০ নিট পর্যন্ত উজ্জ্বলতা দেয়। ৩ডিভিসিসি কুলিং সিস্টেম, যা দীর্ঘ সময় গেম খেলাকালে সর্বোচ্চ পারফরম্যান্স বজায় রাখে।