নতুন প্রশাসক আবুল খায়ের মুহাম্মদ হাফিজুল্লাহ খান
নতুন প্রশাসক পেলো বেসিস

পদত্যাগ ও আইনিবাধা শেষে নতুন প্রশাসক পেলো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ হাফিজুল্লাহ খান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মুহাম্মদ হাফিজুল্লাহ খানকে এই দায়িত্ব দেয়া হয়েছে। দায়িত্ব পেয়েই ১০ সেপ্টেম্বর দুপুরে তিনি বেসিস সচিবালয়ের কর্মীদের নিয়ে বৈঠক করেছেন বলে জানাগেছে।
বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা অনুযায়ী তিনি সংগঠনটি সুষ্ঠুভাবে পরিচালনা করবেন। কাজের ক্ষেত্রে দায়িত্ব গ্রহণের পরবর্তী ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে বেসিস এর পরবর্তী নির্বাচিত নেতার কাছে দায়িত্ব হাস্তান্তর করবেন।
বাণিজ্য সংগঠন শাখা-২ এর মহাপরিচালক মুহাম্মদ রেহান উদ্দিনের ৯ সেপ্টেম্বর স্বাক্ষরিত অফিস আদেশে এই নিয়োগ দেয়া হয়।
বেসিসে দ্রুত কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্নের আদেশ
এর আগে গণ-অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর বৈষম্যবিরোধী আইসিটি উদ্যোক্তা কাউন্সিল ও বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ এবং সাধারণ সদস্যদের প্রতিনিধি থেকে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে ৪ ডিসেম্বর, ২০২৪ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে তৎকালীন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহম্মদ মেহেদী হাসানকে বেসিস প্রশাসক নিয়োগ করা হয়। কিন্তু পরের বছরের ৩০ এপ্রিল চেয়ারম্যান রাফেল কবির পদত্যাগ করলে ১ মে বাণিজ্য সংগঠন আইন ১৮ ধারার ২ (ছ) এবং (জ) উপধারা অনুযায়ী বেসিস সহায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর ৪ মে নির্ধারিত সময়ে (১২০ দিনের মধ্যে) নির্বাচন না করতে পারার কারণে পদত্যাগ করেন মুহম্মদ মেহেদি হাসান। পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন, ২০ জুলাই চাকরিজীবন থেকে অবসরে যাওয়ার কারণে যাবতীয় সংস্কার শেষ করে বেঁধে দেওয়া ১২০ দিনের মধ্যে নির্বাচন না করার অক্ষমতার কথা।
স্থবির বেসিস; বাধা নেই প্রশাসকে
প্রশাসক ও সহায়ক কমিটি না থাকায় বেসিস এতোদিন অভিভাবকশূন্য ছিলো। তবে অভিভাবক নিয়োগে বাণিজ্য মন্ত্রণালয়কে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়াতে হয়েছে। ২০২৪ সালে বেসিসে প্রশাসক নিয়োগের আদেশের বিরুদ্ধে দায়ের করা রিট পিটিশনটি চলতি বছরের ১৯ মার্চ হাইকোর্ট ডিভিশনে এবং ২৪ আগস্ট সুপ্রিম কোর্টের অ্যাপিলিয়েড ডিভিশনে ডিসচার্জ হলে বিজ্ঞ প্যানেল আইনজীবিদের মতামতের ভিত্তিতে নতুন করে প্রশাসক নিয়োগ দিলো বাণিজ্য মন্ত্রণালয়।