ফ্রন্টিয়ার টেকনোলজি ইউনিভার্সিটিতে কমপিটিটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ

২২ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৪২  
ফ্রন্টিয়ার টেকনোলজি ইউনিভার্সিটিতে কমপিটিটিভ প্রোগ্রামিং  প্রশিক্ষণ
গাজীপুরের ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ এর ক্যারিয়ার সেন্টারের আয়োজনে ২২ সেপ্টেম্বর, সোমবার অনুষ্ঠিত হলো কমপিটিটিভ প্রোগ্রামিং বিষয়ে সচেতনামূলক সেশন। প্রশিক্ষণটিতে ইউএফটিবি এর প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়েরঅভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রোগ্রামিংয়ের প্রতিযোগিতামূলক আসরের আদ্যপান্ত নিয়ে আলোচনা করা হয়। 
এতে ইউএফটির শিক্ষার্থীদের বিভিন্ন প্রোগ্রামিং বিষয়ক প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী করে গোড়ে তোলার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট অব থিংস এন্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সৌরভ চন্দ্র দাসঅ 
প্রশিক্ষণে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইনিজিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান  মোঃ মশিউর রহমান। তিনি শিক্ষার্থীদের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার কমিয়ে নিজেদের মেধাকে কাজে লাগিয়ে প্রোগ্রামিং এর বিভিন্ন সমস্যা সমাধানে আগ্রহী হতে শিক্ষার্থীদের আহ্বান জানান।
এই সেশনে উপস্থিত ছিলেন ক্যারিয়ার সেন্টারের পরিচালক মোঃ ছানাউল্লাহ ও সহযোগী পরিচালক আবুল আলা ওয়ালিদ।