ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করবে গোল্ডেন হার্ভেস্ট

পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ই-কমার্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
১৫ সেপ্টেম্বর, সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটি জানিয়েছে, গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে “goldenharvestshops.com” নামে নতুন ই-কমার্স প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিকভাবে চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কোম্পানিটির পণ্য অনলাইনে গ্রাহকদের কাছে পৌছে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে সরাসরি ভোক্তাদের হাতে পণ্য পৌঁছে দেওয়ার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে। পাশাপাশি গ্রাহকদের জন্য থাকবে ঘরে বসেই বিভিন্ন পণ্য ক্রয়ের সুযোগ, যা সময় ও খরচ—উভয়ই সাশ্রয় করবে।
ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে বাজার সম্প্রসারণ, বিক্রয় বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ইমেজ আরো শক্তিশালী হবে।