সবার জন্য আসুসের গেমিং ল্যাপটপ
এক রাতে তিন সিরিজে সাতটি গেমিং ল্যাপটপ উন্মোচন

এক রাতে তিন সিরিজে এনভিডিয়া আরটিএস ৫০ সিরিজ জিপিইউ সমৃদ্ধ সাতটি গেমিং ল্যাপটপ বাংলাদেশের বাজারে উন্মোচন করলো আসুস বাংলাদেশ। নতুন ল্যাপটপগুলোর মধ্যে রয়েছে আসুসের নতুন প্রজন্মের আরওজি (রিপাবলিক অফ গেইমারস) সিরিজের আরওজি স্ট্রিক্স স্কার ১৮ (২০২৫), আরওজি জেফাইরাস জি১৪ ও জি১৬; টাফ সিরিজের এ১৪, এ১৬ ও এফ১৬ ল্যাপটপ এবং ‘ভি’ সিরিজের নতুন গেমিং ল্যাপটপ ভি১৬ (ভি৩৬০৭)।
রাজধানীর গুলশান কনভেনশন সেন্টারে ২১ সেপ্টেম্বর, রবিবার রাতে পরিবেশক, টেক-রিউভয়ার, গেইমার, কন্টেন্ট ক্রিয়েটর ও গণমাধ্যমকর্মীদের সামনে ল্যাপটপগুলো উন্মোচনের আগে তা চালিয়ে দেখার সুযোগ দেয়া হয়। এরপর আসুস বাংলাদেশের কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার আসাদুর রহমান সাকি ল্যাপটপগুলোর সক্ষমতা তুলে ধরার পাশাপাশি এগুলো দাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে তুলে ধরা হয়, আরটিএক্স ৫০৯০ জিপিইউ সমৃদ্ধ ১৮ ইঞ্চি পর্দার পাওয়ারফুল আরওজি স্ট্রিক্স স্কার ল্যাপটপটি ডেস্কটপ মানের। আরওজি স্ট্রিক্স স্কার ১৮ (২০২৫) ল্যাপটপটির দাম ৬ লক্ষ ৪৯ হাজার ৯৯০ টাকা। ইভেন্টে প্রদর্শন করা এই সিরিজের হালকা ও স্টাইলিশ ডিজাইনের অন্যন্য ল্যাপটপের দাম শুরু ২ লাখ ৫০ হাজার টাকা থেকে। উন্মোচন করা আরওজি জেফাইরাস জি১৪ ও জি১৬ দুটি ল্যাপটপ কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও বেশ উপযোগী। এরমধ্যে আরওজি জেফাইরাস জি১৪ এর মূল্য ৩ লক্ষ ৩২ হাজার টাকা, এবং জি১৬ এর মূল্য ৩ লক্ষ ৮৮ হাজার টাকা।
আরওজি সিরিজ ছাড়াও ইভেন্টে দেখানো হয় ২০২৫ ভার্সনের টাফ গেমিং এ১৪, এ১৬ এবং এফ১৬ ল্যাপটপ। এই মডেলগুলোতে আছে আরটিএক্স ৫০৬০ পর্যন্ত জিপিইউ। ভালো পারফরম্যান্স, গেমিং এক্সপেরিয়েন্স এবং স্থায়িত্বের জন্য দামের দিক থেকেও এই ল্যাপটপগুলোতে সুবিধা পাওয়া যাবে। তাই গেইমারদের পাশাপাশি পেশাজীবীদের জন্য এই ল্যাপটপগুলো উপযোগী। আসুসের টাফ গেমিং এ১৪ ল্যাপটপটির দাম ১ লক্ষ ৯৪ হাজার টাকা, এ১৬ মডেলটির দাম শুরু হচ্ছে ১ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা থেকে আর এফ১৬ মডেলটির দাম শুরু হচ্ছে ১ লক্ষ ৭০ হাজার টাকা থেকে।
অনুষ্ঠানে ছিলো গেমিং নিয়ে একটি প্যানেল আলোচনা ‘আরওজিতে অদম্য বাংলাদেশ’। রাশেদুজ্জামান রাজুর সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নিয়ে টেক রিভিউয়ার সোহাগ মিয়া, নারী গেইমার ব্ল্যাক বেরি এবং গেইম কাস্টার নাবিল হোসাইন। বক্তারা জানান, পিসি ক্রমেই আকারে ছোট হয়ে আসলেও বিরপীত ভাবে বাড়ছে এর শক্তি। বহনযোগ্যতা সুবিধার কারণে অনেকেই স্টোরি মুডের গেইম খেলার সময় ল্যাপটপ বেছে নেন। এন্ট্রি থেকে উচ্চ বাজেটের ল্যাপটপ এনে আরওজি গ্রাহদের সেই চাহিদাটাই মেটাতে পারবে বলে তারা বিশ্বাস করে।
উন্মোচন অনুষ্ঠানের শেষ ভাগে অনুষ্ঠিত হয় কুইজ এবং স্ট্যান্ডআপ পারফরমেন্স। কুইজে সদ্য উন্মোচিত নতুন ল্যাপটপগুলোর স্পেকিফিকেশন থেকে সবচেয়ে কম সময়ে সর্বাধিক সঠিক প্রশ্নের জবাব দিয়ে বিজয়ী হন গেমার বাঁধন হালদার, সাদাত সিদ্দিকী ও নাঈম।
অনুষ্ঠানে জানানো হলো, গ্রাফিক্স, এআই চালিত সুবিধা, রে ট্রেসিং ও ডিএলএসএস প্রযুক্তি নতুন ল্যাপটপগুলো গেমিং ছাড়াও ডিজাইন বা ভিডিও এডিটিং এর মতো কাজে ব্যবহারকারীকে ডেস্কটপের মতো শক্তি নিয়ে দেবে পোর্টেবল সুবিধা। আবার গ্রাহকে সাধ আর সাধ্যের সমন্বয় ঘটাতে ল্যাপটপটির মূল্য ১ লক্ষ ৬৪ হাজার টাকা থেকে শুরু হয়ে পড়বে ৬ লক্ষ ৪৯ হাজার ৯৯০ টাকা পর্যন্ত।
নতুন ল্যাপটপগুলো গেমিংয়ের পাশাপাশি তরুণদের সৃজনশীলতাকেও বিকশিত করবে বলে আশাবাদ ব্যক্ত করলেন আসুসের বাংলাদেশী পরিবেশক ও পুঁজিবাজারে তালিকাভূক্ত আইটি কোম্পানি গ্লোবাল ব্র্যান্ডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বললেন, গেমিং প্রডাক্টস দিয়ে বদলে যাচ্ছে পৃথিবী। এটি এখন সৃজনশীলতার সঙ্গে জড়িয়ে পড়েছে। এআই, রে ট্রেসিং ও ডিএলএসএস এই তিনটি বিষয়কে ব্লেন্ডিং করে আরওজি নতুন ল্যাপটপ এনেছে। বিশ্ববাজারে অবমুক্তির পরপরই আমরা তা দেশের বাজারে উন্মোচন করলাম। আমার বিশ্বাস আগামীর বিবর্তনের সঙ্গে আরওজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।