চুয়েটে ফুটবল চ্যাম্পিয়ন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কৌশল অনুষদ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতির আয়োজনে প্রয়াত শিক্ষক শিমুল বিশ্বাস এর স্মরণে শিমুল স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কৌশল এবং রানার্স আপ হয়েছে তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদ। ফাইনালে মকানিক্যাল এন্ড ম্যানুফ্যাকচারিং কৌশল অনুষদ ২-০ গোলে তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদকে পরাজিত করে।
টুর্নামেন্টের সেরা খেলোয়ার হয়েছেন মো. রাসেল রানা, সর্বোচ্চ গোলদাতা হয়েছেন অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী, নেজাম উদ্দিন ও মো. রাসেল রানা, টুর্নামেন্টের সেরা গোল রক্ষক এস. এম. ফাহিম ফয়সাল, প্লেয়ার অব দ্যা ফাইনাল হয়েছেন অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী।
২২ সেপ্টেম্বর (সোমবার)সন্ধ্যায় চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির । শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আরাফাত রহমানসহ শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।