শেয়ার্ড প্রাইম শিপিং সুবিধা বন্ধ করছে অ্যামাজন

অ্যামাজন ঘোষণা করেছে যে তারা প্রাইম ইনভাইটি প্রোগ্রাম বন্ধ করতে যাচ্ছে। এর সেবার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পরিবারের বাইরে থাকা অন্যদের সঙ্গে বিনামূল্যে শিপিং সুবিধা ভাগ করতে পারতেন। খবর এনগ্যাজেট।
কোম্পানির আপডেট করা সহায়তা পৃষ্ঠায় বলা হয়েছে, ১ অক্টোবর থেকে এই সুবিধা বন্ধ হবে এবং ৫ সেপ্টেম্বরের মধ্যে আমন্ত্রিতদের জানিয়ে দেওয়া হবে।
অ্যামাজন জানিয়েছে, যেসব ব্যবহারকারী প্রধান অ্যাকাউন্ট হোল্ডারের সঙ্গে একই ঠিকানায় থাকেন না, তাদের নিজস্ব প্রাইম অ্যাকাউন্ট তৈরি করতে হবে। প্রথম বছরে তারা ১৪.৯৯ ডলারের ছাড়কৃত মূল্যে সেবা পাবেন, পরে প্রতি মাসে একই হারে অর্থ পরিশোধ করতে হবে।
কোম্পানি অ্যামাজন ফ্যামিলি প্রোগ্রামের মাধ্যমে একই পরিবারের সদস্যদের জন্য প্রাইম সুবিধা চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছে, যেখানে দুইজন প্রাপ্তবয়স্ক ও চারজন শিশু একই অ্যাকাউন্টের সুবিধা নিতে পারবেন।
ডিবিটেক/বিএমটি