এনভিডিয়ার রেকর্ড আয়: দুই গ্রাহকের অবদান ৩৯%

এনভিডিয়ার দ্বিতীয় প্রান্তিকের রেকর্ড আয় প্রায় দুই গ্রাহকের ওপরই নির্ভর করেছে। কোম্পানির সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দাখিল করা নথি অনুযায়ী, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ৪৬.৭ বিলিয়ন ডলার আয়ের ২৩% এসেছে “গ্রাহক এ” থেকে এবং ১৬% এসেছে “গ্রাহক বি” থেকে। খবর টেকক্রাঞ্চ।
মোট আয়ের ৫৬% বৃদ্ধি এআই ডেটা সেন্টারের চাহিদার জোয়ারের ফল।
যদিও গ্রাহকদের নাম প্রকাশ করা হয়নি, এনভিডিয়া জানিয়েছে এরা মূলত সরাসরি চিপ কেনা প্রতিষ্ঠান—যেমন ওরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার বা সিস্টেম ইন্টিগ্রেটর।
বিশ্লেষকদের মতে, এত বেশি আয় কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল হওয়ায় ঝুঁকি থাকলেও ডেটা সেন্টার খাতে বিপুল বিনিয়োগের কারণে এনভিডিয়ার ভবিষ্যৎ সম্ভাবনা এখনো উজ্জ্বল।
ডিবিটেক/বিএমটি