বিশ্বের দ্রুততম ইন্টারনেটের দেশ সংযুক্ত আরব আমিরাত

জাপান সম্প্রতি পরীক্ষামূলকভাবে বিশ্বের দ্রুততম ইন্টারনেট গতি অর্জন করলেও, বাস্তব ব্যবহারে তারা বিশ্বের শীর্ষস্থানীয় দেশ নয়। বর্তমানে মোবাইল ইন্টারনেটে বিশ্বে শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), যেখানে গড় গতি ৫৪৬.১৪ এমবিপিএস। অন্যদিকে, ব্রডব্যান্ড ইন্টারনেটে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যার গড় গতি ৩৯৩.১৫ এমবিপিএস। খবর ইন্ডিয়া টিভি নিউজ।
জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির গবেষকেরা নতুন ফাইবার অপটিক প্রযুক্তি ব্যবহার করে ১.০২ পেটাবিট প্রতি সেকেন্ড (প্রায় ১,২৭,৫০০ গিগাবিট/সেকেন্ড) গতি অর্জন করেছেন, যা সাধারণ আমেরিকান বাসায় ব্যবহৃত ইন্টারনেটের চেয়ে প্রায় ৩০ লাখ গুণ বেশি।
তবে এই যুগান্তকারী সাফল্য সত্ত্বেও, জাপান এবং ভারত এখনো বিশ্বের দ্রুততম ইন্টারনেট সেবার দেশগুলোর শীর্ষ তালিকায় নেই। ভারত, যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান টেলিকম পরিকাঠামোতে উন্নতি করলেও গতি ও সার্ভিস মানে পিছিয়ে রয়েছে।
ডিবিটেক/বিএমটি