বয়স যাচাই বাধ্যতামূলক করল রোবলক্স

জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম রোবলক্স তাদের নতুন নিরাপত্তা ফিচার ‘ট্রাস্টেড কানেকশনস’ ব্যবহারের জন্য ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীদের জন্য বয়স যাচাই বাধ্যতামূলক করেছে। নতুন এই নিয়ম অনুযায়ী, টিনএজ ব্যবহারকারীদের ভিডিও সেলফির মাধ্যমে বয়স প্রমাণ করতে হবে। খবর ম্যাশেবল।
রোবলক্সের এআই-চালিত প্রযুক্তি ‘পারসোনা’ ব্যবহারকারীর বয়স অনুমান করে উপযুক্ত বয়সভিত্তিক গ্রুপ নির্ধারণ করবে। বয়স যাচাই সফলভাবে সম্পন্ন হলে ট্রাস্টেড কানেকশনস ফিচারটি চালু হবে, যেখানে কণ্ঠ ও চ্যাটের মাধ্যমে ফিল্টারহীনভাবে বন্ধুদের সঙ্গে কথা বলা যাবে। তবে গুরুতর ক্ষতিকর বিষয় যেমন গ্রুমিং ঠেকাতে রোবলক্স সব কথোপকথন নজরদারিতে রাখবে।
১৮ বছরের বেশি বয়সী কাউকে ট্রাস্টেড কানেকশনে যোগ দিতে চাইলে সেটি শুধুমাত্র কিউআর স্ক্যান বা কনট্যাক্ট ইমপোর্টারের মাধ্যমে বাস্তবজীবনের সংযোগ থেকে করতে হবে। ভুল বয়স অনুমান হলে ব্যবহারকারী পরিচয়পত্র দিয়ে যাচাই করতে পারবেন। ভবিষ্যতে অভিভাবকের অনুমোদনের মাধ্যমেও বয়স যাচাইয়ের সুযোগ থাকবে।
এই উদ্যোগ রোবলক্সের সাম্প্রতিক নিরাপত্তা ও গোপনীয়তা নীতিমালার অংশ, যার মাধ্যমে শিশু ও কিশোর ব্যবহারকারীদের আরও সুরক্ষিত রাখার চেষ্টা চলছে।
ডিবিটেক/বিএমটি