বন্ধের পথে সনি মোবাইল!

জাপানের প্রযুক্তি জায়ান্ট সনি তাদের মোবাইল ফোন ব্যবসা থেকে ধীরে ধীরে সরে যাওয়ার পথে। সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যসহ একাধিক দেশে মোবাইল ব্যবসা গুটিয়ে নিচ্ছে। খবর ইন্ডিয়া টিভি নিউজ।
এক সময়ের জনপ্রিয় ব্র্যান্ড সনি এখন বৈশ্বিক মোবাইল বাজারে ১ শতাংশেরও কম শেয়ার ধরে রেখেছে।
সনি ১৯৯২ সালে ‘মার্স বার’ নামে প্রথম মোবাইল ফোন বাজারে আনে। পরে এরিকসনের সঙ্গে যৌথ উদ্যোগে 'সনি এরিকসন' ব্র্যান্ডটি ২০০০ দশকে ব্যাপক জনপ্রিয়তা পায়। একসময় প্রতিষ্ঠানটির বাজার শেয়ার ছিল ৯ শতাংশ পর্যন্ত। তবে সাম্প্রতিক বছরগুলোতে অ্যাপল ও স্যামসাংয়ের আধিপত্যে সনি মোবাইল পণ্যের চাহিদা কমে যায়।
যুক্তরাজ্যে বর্তমানে বেশিরভাগ এক্সপেরিয়া ফোনই স্টকে নেই। এর আগেই প্রতিষ্ঠানটি ভারতসহ আরও কয়েকটি দেশে মোবাইল বিভাগ বন্ধ করেছে। যদিও ক্যামেরা, টেলিভিশন ও গেমিং কনসোলে সনি এখনও বিশ্বজুড়ে জনপ্রিয়।
এখনও পর্যন্ত সনি আনুষ্ঠানিকভাবে মোবাইল বিভাগ বন্ধের ঘোষণা দেয়নি। তবে বিশ্লেষকদের মতে, এ বিভাগ থেকে পুরোপুরি সরে আসাও সময়ের ব্যাপার মাত্র।
ডিবিটেক/বিএমটি