রেকর্ড মুনাফার খবরে শাওমির শেয়ারদর বাড়ছে ২.৩%

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি কর্পোরেশন প্রথম প্রান্তিকে রেকর্ড আয় ও মুনাফা অর্জনের পর বুধবার তার শেয়ারদর ২.৩ শতাংশ বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। খবর রয়টার্স।
বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন প্রস্তুতকারী এই প্রতিষ্ঠান জানিয়েছে, উচ্চমূল্যের পণ্য যেমন প্রিমিয়াম স্মার্টফোন ও ঘরোয়া যন্ত্রপাতির দিকে ধীরে ধীরে ঝুঁকছে তারা, এবং সেই কৌশল ইতিমধ্যেই ফল দিচ্ছে।
হংকং শেয়ারবাজারে শাওমির শেয়ারদর ৫২.৭৫- ডলারে চালুর কথা রয়েছে। প্রতিষ্ঠানটি এখন গাড়ি তৈরির ব্যবসাতেও প্রবেশ করেছে।
এই খবরে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে, যা শাওমির ভবিষ্যৎ প্রবৃদ্ধির প্রতি আস্থা প্রকাশ করছে।
ডিবিটেক/বিএমটি