টুইচে আসছে ১৪৪০পিক্সেল ও ভার্টিক্যাল স্ট্রিমিং সুবিধা

১ জুন, ২০২৫  
১ জুন, ২০২৫  
টুইচে আসছে ১৪৪০পিক্সেল ও ভার্টিক্যাল স্ট্রিমিং সুবিধা

জনপ্রিয় গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচ তাদের স্ট্রিমিং অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনছে। এখন থেকে ব্যবহারকারীরা ১৪৪০পিক্সেল (টুকে) রেজল্যুশনে ভিডিও উপভোগ করতে পারবেন, এবং মোবাইলের জন্য আসছে ভার্টিক্যাল গেম স্ট্রিমিং সুবিধা। সম্প্রতি টুইচকন ইউরোপে এই ঘোষণাগুলো দেন টুইচের সিইও ড্যান ক্ল্যান্সি। খবর এনগ্যাজেট।

খবরে বলা হয়, পোর্ট্রেট মোড স্ট্রিমিং মূলত মোবাইল ব্যবহারকারীদের জন্য, যাতে স্ক্রিন ঘোরাতে না হয়। নতুন ফিচারে উলম্ব ও আড়াআড়ি উভয় ফরম্যাটে একসাথে স্ট্রিম করা যাবে। এই "ডুয়াল-ফরম্যাট" প্রযুক্তি পরীক্ষামূলকভাবে কিছু চ্যানেলে শুরু হবে গ্রীষ্মে, পরবর্তীতে সবার জন্য উন্মুক্ত করা হবে।

১৪৪০পি স্ট্রিমিং চালু হচ্ছে আজ থেকেই পার্টনার ও অ্যাফিলিয়েটদের জন্য, তবে এটি এখনো ওপেন বেটা পর্যায়ে। উন্নত এইচইভিসি কোডেক ব্যবহারে কম ব্যান্ডউইথে উচ্চমানের ভিডিও দেখা যাবে।

এছাড়া, স্ট্রিমিংয়ে রিওয়াইন্ড ফিচারও আসছে, যাতে দর্শকরা পেছনে গিয়ে মিস করা অংশ দেখতে পারবেন। এই ফিচারও পরীক্ষামূলকভাবে চালু হবে গ্রীষ্মে।

ডিবিটেক/বিএমটি