অপতথ্য মোকাবেলায় তথ্য কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান

রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে শুরু হয়েছে দুই দিনের ফ্যাক্টচেকিং কর্মশালা। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ৪৮ জন কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই টেকনিক্যাল কর্মশালা। কর্মশালায় প্রশিক্ষকের ভূমিকা পালন করছেন ফ্যক্টচেক বিডি প্রতিষ্ঠাতা কদরুদ্দিন শিশির ও মিনহাজ আমান।
মঙ্গলবার সকালে কর্মশালার উদ্বোধনী বক্তব্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রেকর্ড পরিমাণ মিথ্যা ও অপতথ্য ছড়ানোর আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। এজন্য তথ্য কর্মকর্তাদের কারিগরি দক্ষতা অর্জনের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি অপতথ্য ছড়াচ্ছে। আবার এটি দ্রুত হারিয়ে যায়। কিন্তু আমাদের কাছে ফ্যাক্টচেকিং এর আধুনিক যন্ত্র আমাদের নেই। তাই তথ্যের সতত্যা যাচাই জরুরী। এজন্য আমাদের করণীয় টর নির্ধারণ করতে হবে। তথ্য প্রকাশের মাধ্যমেই সরকারের ভাবমর্যাদা তুলে ধরতে হবে। বাড়াতে হবে আন্ত: যোগাযোগ।
প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিকম মন্ত্রণালয়ের বিশেষ সহকারি আরও বলেন, সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত প্রচুর অপতথ্য ছড়ানো হচ্ছে। এসবের বিরুদ্ধে সাথে সাথেই সঠিক ন্যারেটিভ তৈরি করতে হবে। সক্ষমতার সবটুকু দিয়ে গুজবের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে হবে।
আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় পুলিশ, পররাষ্ট্র ও বিনিয়োগ বোর্ডের তথ্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।