তালাশ এআই অ্যাপ উন্মোচনের মধ্য দিয়ে ঢাকায় প্রথম জিরো মিসিং চিল্ড্রেন সামিট অনুষ্ঠিত

দেশে নিখোঁজ শিশুদের সংখ্যা শুন্যে নামিয়ে আনতে ব্লকচেইন ও এআই সম্মিলনে তৈরি পরিধেয় প্রযুক্তির ‘তালাশ’ ব্রেসলেট উন্মোচন এবং সম্মিলিত উদ্যোগে বাংলাদেশেও প্রতিটি ফোনে থাকা নেটওয়ার্ক ‘অ্যাম্বার অ্যালার্ট’ বিষয়ে সবাইকে সচেতন করার মধ্য দিয়ে পালিত হলো প্রথম জিরো মিসিং চিলড্রেস সামিট। সাইবার টিনস এর উদ্যোগে শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে অভিভাভক ও শিশুরা অংশ গ্রহণ করেন।
নানা আয়োজনের মধ্যে সম্মেলনে দুইটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্রথমটির বিষয় ছিলো হারিয়ে যাওয়া ভবিষ্যত। স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়ার সঞ্চালনায় এই সেশনে বক্তব্য রাখেন অপহরণের পর হত্যার শিকার শিশু মুনতাহার ভাই মাহবুব মোর্শেদ, নিখোঁজ ভাই-বোন আব্দুর রহমান ও মরিয়মের মা ফারজানা আক্তার, আহাদের বাবা আনোয়ারুল হক, নাসাইবার মামা মাহবুব, অপারাজেয় বাংলাদেশের প্রতিনিধি জুলফিকার আলী।
সেমিনারে উপস্থিত ছিলেন অপহরণকারীদের কুপোকাতা করে উদ্ধার হওয়া শ্রেষ্ঠ। তার হাতে তুলে দেয়া হয় তালাশ হিরো সম্মাননা। অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন অপহরণকারীদের হাত থেকে মুক্ত হওয়া রেহানের বাবা।
বাংলাদেশের জন্য অ্যাম্বার অ্যালার্ট চালু আন্দলোনের কো-অর্ডিনেটর মাহির সরোয়ার মেঘের সভাপতিত্বে দ্বিতীয় প্যানেল আলোচনায় আন্তর্জাতিক পর্যায়ে অ্যাম্বার অ্যালার্ট কিভাবে কাজ করে এবং বাংলাদেশের উদ্যোগ নিয়ে আলোচনা করেন শিশু সাংবাদিক ও কর্মী সুবহা শাফায়েত সিজদা, অপারাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু স্বপ্না এবং শিশু অধিকার ও জলবায়ু কর্মী ফাতিহা আয়াত। দীপ্তি চৌধুরির সঞ্চালনায় প্যানেলের সামনে আন্তর্জাতিক পর্যায়ে কিভাবে নিখোঁজ শিশুদের খোঁজা হয় এবং নির্যাতনের শিকার শিশুদের সুরক্ষা দেয়া হয় সে বিষয়টি তুলে ধরেন আইসিএমসি ইন্দোনেশিয়ার প্রোগ্রাম সহকারী হেদায়েতুল্লাহ।
অনুষ্ঠানে শিশু শান্তি নোবেল জয়ী সাদাত রহমান বলেন, অনলাইন চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজমেন্ট ও শিশু পর্ণোগ্রাফিতে বিশ্বে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। তাই আমরা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে অ্যাম্বার অ্যালার্ট চালুর জন্য এক লাখ পিটিসন সংগ্রহের উদ্যোগ নিয়েছি। শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যত গড়াই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাত্র দশ বছরের কোমলমতি শিশু রায়হান অনুষ্ঠানে দেয়া প্রেজেন্টেশন নজর কেড়েছে উপস্থিত সবার। সে ইসলামের আলোকে শিশুর ১০ ধরনের অধিকারের কথা তুলে ধরে। এক্ষেত্রে অ্যাম্বার অ্যালার্ট চালুর ওপর গুরুত্বারোপ করে। তবে শেষ দিকে সিরিয়াস এসব বিষয়ে নান্দনিক উপস্থাপনায় সবাইকে মাতিয়েছে আহাদ এর ভূমিকায় হাজির হওয়া শিশু শিল্পী তেহজিব এবং জুনিয়র মিস্টার বিন খ্যাত সালমান আহমেদ।
শেষ দিকটায় হারিয়ে যাওয়া আহাদের স্মরণে উদ্ভাবিত তালাশ এআই মুভমেন্টে সবাইকে যোগ দেয়ার আহ্বান জানানো হয়। এসময় পুরো অনুষ্ঠান সঞ্চালক সাইবার টিনস কো-অর্ডিনেটর তাহসিন মিতি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় নিখোঁজ শিশুদের দ্রুত সনাক্তকরণ ও উদ্ধার কার্যক্রম সহজতর করতে অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের জন্য তৈরি করা হয়েছে তালাশ এআই অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে নিখোঁজ শিশুর ছবি, তথ্য এবং অবস্থান দ্রুত ছড়িয়ে দেয়া হবে। একইসঙ্গে স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় সম্ভব হবে।