সোশ্যাল মিডিয়ার কারসাজি উড়িয়ে দিলো ট্রাম্পের পুনঃনির্বাচন প্রচারণা দল

২২ জুন, ২০২০ ১৪:৩৩  
সোশ্যাল মিডিয়ায় টিকটক ব্যবহারকারী এবং কে-পপ অনুসারীদের প্রচারণার কারণে শনিবার রাতের ওকলাহোমা সমাবেশে প্রত্যাশিত তুলনায় কম ভোটার উপস্থিত হয়েছে বলে যে দাবি করা হয়েছে তা প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনঃনির্বাচন প্রচারণা দল। অবশ্য এলিথ ড্যানিয়েলের মতো অনেকেই সোশ্যাল মিডিয়া প্রচারণায় র‌্যালিতে উপস্থিত হওয়ার ইচ্ছে ছাড়াই তরুণদের টিকিট বুক করতে বলা হয়েছিলো, যেনো সিটগুলো খালি থাকে। অবশ্য ট্রাম্প ২০২০ নির্বাচনী প্রচারণা কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিটের জন্য দশ লক্ষ অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা আসন সংরক্ষণের ভুয়া বুকিং বন্ধ করে দেয়ার ওপরে গুরুত্ব দিয়ে সেই পথ রুদ্ধ করে দিয়েছিলো। ট্রাম্পের প্রচারণা দলের পরিচালক ব্র্যাড পার্সকেল এক বিবৃতিতে বলেছেন, ‘ফনি টিকিটের অনুরোধগুলি আমাদের চিন্তাভাবনায় কোনো প্রভাব ফেলেনি। আমরা আগে থেকেই আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নেয়া হয়েছিলো। তবে সমাবেশে প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নিরস্ত করার জন্য মিডিয়া এবং প্রতিবাদকারীদের দোষারোপ করেছেন তিনি। তিনি বলেন, "একটি সমাবেশের জন্য নিবন্ধন করার অর্থ আপনি সেলফোন নম্বর দিয়ে আপনার উপস্থিতি নিশ্চিত করেছেন। তবে আমরা আমাদের সম্ভাব্য অংশগ্রহণকারী পুলের গণনা মেশে তুলসার সমাবেশে সম্ভাব্য কয়েক হাজার অংশগ্রহণকারীদের রেখে লক্ষাধিক ব্যক্তির ভুয়া নম্বরগুলো বাদ দিয়ে দিয়েছি। তুলসার ওকলাহোমা সেন্টারের ভেন্যুতে আসন সংখ্যা ছিলো ১৯,০০০। এর বাইরের অংশেও অনুষ্ঠান সম্প্রসারণের পরিকল্পনা নেয়া হলেও পরে তা বাতিল করা হয়। তুসলার দমকল বাহিনীর তথ্য অনুযায়ী ওই সমাবেশে যোগ দিয়েছিলো ৬ হাজারের মতো লোক।