সুইডেনে ক্লাউড পরিষেবায় ৩.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট
সুইডেনে ক্লাউড পরিষেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো তৈরিতে আগামী দুই বছরে ৩ হাজার ২০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। সফটওয়্যার জায়ান্টটির প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ সম্প্রতি এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেন।
সুইডেনের স্যান্ডভাইকেন, গ্যাভল ও স্ট্যাফেনস্টর্প শহরে মাইক্রোসফটের ডাটা সেন্টার রয়েছে। ঘোষিত বিনিয়োগের আওতায় ডাটা সেন্টারগুলোয় ২০ হাজার গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) যুক্ত করা হবে। এছাড়া সক্ষমতা বাড়াতে মাইক্রোসফটের নিজস্ব চিপ ছাড়াও এভিডিয়া ও এএমডির চিপ ব্যবহার করা হতে পারে। এর ফলে জটিল জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশন ব্যবহার আরো সহজ হবে।
ডাটা সেন্টারে বিদ্যুৎ সরবরাহের জন্য এরই মধ্যে সুইডেনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ভ্যাটেনফলএবির সঙ্গে চুক্তি করেছে মাইক্রোসফট। এর মাধ্যমে ১ গিগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ পেতে যাচ্ছে তারা।
ডিবিটেক/বিএমটি







