সরকারি টেলিকম প্রতিষ্ঠানের কর্মীদের প্রতি মন্ত্রীর সতর্কবার্তা

৪ এপ্রিল, ২০২১ ১৬:০৬  
টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত সরাকারি প্রতিষ্ঠানগুলোর ওপর সরকার প্রধান অত্যন্ত ‘হৃদয়বান’ হলেও যারা নিজেদের চাকরির প্রতি গুরুত্ব দেবেন না তাদের ভবিষ্যত নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। রবিবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড- বিটিসিএল এর উদ্ভানী কমিউনিকেশন অ্যাপ আলাপ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া প্রধান অতিথির বক্তব্যে এই সতর্কবার্তা উচ্চারণ করেন মন্ত্রী। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ‘আলাপ’ অ্যাপকে সরকারি টেলিযোগাযোগ সেবায় মাইলফলক হিসেবে উল্লেখ করেন মোস্তাফা জব্বার। দেশে এখন ডিজিটাল জোয়ার চলছে মন্তব্য করে সোমবার থেকে চালু হতে যাওয়া লকডাউন নিয়ে অফিস-ব্যবসায় নিয়োজিত মানুষ ততটা দুর্ভাবনায় নেই বলেও ইঙ্গিত দেন মন্ত্রী। তিনি বলেছেন, ডিজিটাল প্রযুক্তি বাংলাদেশকে রেখেছে সচল-সজীব। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন। তিনি জানান, অ্যাপটি উন্মুক্ত হওয়ার পর অভূতপূর্ব সাড়া মেলেছে, কমিউনিকেশন ক্যাটাগরিতে শীর্ষে অবস্থান করছে। রেজিস্ট্রার করেছে সাড়ে ৩ হাজার গ্রাহক। নতুন সেবা হিসেবে এবং কলিং সার্ভিসের কিছুটা সীমাবদ্ধতা থাকার কারণে আলাপ অ্যাপ ব্যবহারকারীরা মাঝে মধ্যে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে সংশ্লিষ্ট টিম বিষয়টি তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা করছে বলেও জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, সংসদ সদস্য অপারিজিতা হক, পিজিসিবি নির্বাহী পরিচালক গোলাম কিবরিয়া এবং রিভ সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল ইসলাম।