নভেম্বরের প্রথম দিন থেকেই ডিজিটাল ক্যাবল অপারেটিং সিস্টেম চালুর নির্দেশ
যে ২৪ বিদেশি চ্যানেল প্রচারে বাধা নেই- বিবিসি, সিএনএন, আল জাজিরা এইচডি, ডিডাব্লিউ, কেবিএস ওয়ার্ল্ড, এআরআই র্যাংগ টিভি, এনএইচকে ওয়ার্ল্ড, সিজিটিএন, রাশিয়া টুডে, ফ্রান্স ২৪, লোটাস, ট্রাভেল এক্সপি এইচডি, আল কুরান, আল সুন্না, টেন স্পোর্টস, ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফিক, দুবাই স্পোর্টস, মাস্তি টিভি, বিফরইউ মিউজিক, এমটিভি, স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ৩, ৪।ক্যাবল অপারেটরদের সতর্ক করে মন্ত্রী বলেন, হাজার হাজার বিদেশি প্রতিষ্ঠান ক্যাবল অপারেটর লাইসেন্সের জন্য আবেদন করেছে। দেশের অপারেটররা শর্ত ভঙ্গ করলে তাদের লাইসেন্স বাতিল করলে অন্যদের সুযোগ দেয়া হবে।
আইপি টিভি সময়ের দাবি উল্লেখ করে তিনি বলেন, ‘শতশত আইপি টিভির প্রয়োজন নেই। ব্যাঙের ছাতার মতো এদের কার্যক্রম পরিচালিত হতে দেওয়া হবে না। আইপি টিভিকে অবশ্যই সরকারের কাছ থেকে রেজিস্ট্রেশন নিয়ে সম্প্রচার করতে হবে। এ লক্ষ্যে সরকার রেজিস্ট্রেশন নীতিমালা তৈরি করছে।’







