অ্যাপে প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়ালো দুই লাখ

অ্যাপে প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়ালো দুই লাখ
৬ ডিসেম্বর, ২০২৫ ১৯:১৫  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ছাড়ালো দুই লাখের মাইল ফলক। একই সময়ে আবেদনের অপেক্ষায় ছিলো ১৩ হাজার ৬০৪টি আবেদন। অনুমোদিত আবেদনের সংখ্যা ছিলো ১ লাখ ৮৭ হাজার ১১১টি আবেদন। 

৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় অনলাইন নিবন্ধনের সংখ্যা ২ লাখ ৬৩১-এ উন্নীত হয়। এর মধ্যে ১ লাখ ৮১ হাজার ৪১৮ জন পুরুষ এবং ১৯ হাজার ২১৩ জন মহিলা।   

ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হবে একই দিনে। প্রবাসীদেরও এবারে প্রথমবারের মতো ভোট দেয়ার সুযোগ করে দেয়া হচ্ছে। সেই লক্ষ্যে ১৮ নভেম্বর থেকে তাদের অনলাইনে নিবন্ধন শুরু হয়। নিবন্ধন সীমার বাড়িয়ে ২৫ ডিসেম্বর করা হয়। দ্বিতীয় দফায় সময় বাড়ানোর পর এই নিবন্ধেনে গতি পায়। 

এই প্রতিবেদন লেখার সময়ে বিদেশ থেকে নিবন্ধন করায় শীর্ষে থাকা সৌদি আরব থেকে ৪০ হাজার ৯২০ জন নিবন্ধনের আবেদন করেন। এর মধ্যে ৪০ হাজার ৭৩৯ জন পুরুষ এবং ২১৫ জন মহিলা। তাদের মধ্যে অনুমোদনের অপেক্ষায় ছিলেন ২ হাজার ৮১৯ জন। 

দ্বিতীয় অবস্থায় থাকা যুক্তরাষ্ট্রে নিবন্ধনের আবেদন করা ১৯ হাজার ২৭৯ জনের মধ্যে অপেক্ষায় ছিলেন ৮৩৩ প্রবাসী। দেশটি থেকে ১৩ হাজার ৭৩৮ জন পুরুষ এবং ৫ হাজার ৫৪১ জন মহিলা প্রবাসী অ্যাপে ভোটার হতে আবেদন করেছেন। তৃতীয় অবস্থানে থাকা সিঙ্গাপুর থেকে আবেদন করেছেন ১১ হাজার ৪৯৩ জন। 

প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বারের মতো প্রবাসী ভোটাধিকার নিশ্চিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এতে অনেকেই এক দেশে বাসবাস করলেও অন্য দেশের ঠিকানা দিয়ে নিবন্ধন করছেন। এজন্য এখন থেকে কোনো প্রবাসী স্ব-স্ব ঠিকানা না দিয়ে ভিন্ন কোনো দেশের ঠিকানা দিয়ে নিবন্ধন করলেই সঙ্গে সঙ্গে ওই ডিভাইসটি অ্যাপ ব্লক করে দেবে বলে জানিয়েছে সংস্থাটি।

ইসি জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে ভোটদানের সময় এক দেশে অবস্থান করে অন্য দেশের নামে রেজিস্ট্রেশনের চেষ্টা করলে ওই ডিভাইসটি ব্লক করে দেওয়া হবে। কেউ ভুল নাম্বার ব্যবহার করে বারবার নিবন্ধনের চেষ্টা করলেও মোবাইল বা ডিভাইসটি ব্লক করে দেওয়া হবে। এছাড়া ভিপিএন ব্যবহার করে অন্য কোনো ঠিকানা করা যাবে না নিবন্ধন। 

ডিবিটেক/পিভিডি/আইএইচ