এমআইএসটিতে ‘রোবোলিউশন-রাইকন’ চ্যাম্পিয়ন যারা
উদ্ভাবনী সক্ষমতা বিকাশ, প্রযুক্তিগত উৎকর্ষতা ও ভবিষ্যৎ গবেষণাকে এগিয়ে নিতে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ক্যাম্পাসে অনুষ্ঠিতহলো দুই দিনব্যাপী ‘রোবোলিউশন ২০২৫’। একইসঙ্গে অনুষ্ঠিত হয়েছে ৪র্থ আইইইই রোবোটিক্স, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ইন্টারনেট অব থিংস (রাইকন) নিয়ে আন্তর্জাতিক সম্মেলন।
সম্মেলনে ড্রোন রেসিং প্রতিযোগিতা ও ব্যাটল অব বটস-এ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী দলসমূহ প্রকৌশল নকশা, প্রযুক্তিগত দক্ষতা এবং সৃজনশীলতার উচ্চচমান প্রদর্শন করে। একইসঙ্গে অনুষ্ঠিত পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেস এবং রোবো অলিম্পিয়াড তরুণ গবেষকদের উদ্ভাবনী চিন্তা, সমস্যা সমাধান দক্ষতা এবং গবেষণামুখী মনোভাবের উজ্জ্বল প্রকাশ ঘটায়।
রোবোলিউশন প্রাতিযোগিতায় ব্যাটল অব বটস চ্যাম্পিয়ন হয়েছে টিএইচ ব্যাটেল বট ৪। এছাড়াও ড্রোন রেসিং প্রতিযোগিতায় ফ্যালকন এয়ার এবং সকার বটে চ্যাম্পিয়ন হয়েছে ব্লাক সাবের। কসমো ক্লিঞ্চ চ্যালেঞ্জে বাম্বল বি ও লাইন ফলোয়িং রেসে টিম জেনো চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও ভিএলএসআই ডিজাইন প্রতিযোগিতায় ডিজাইন ডায়নামিক্স ও বাংলায় রোবটিকস নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সারিকা জামান।
সম্মেলনের অংশ হিসেবে সারা দিনব্যাপী টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়, যেখানে রোবোটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আইওটি বিষয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের গবেষণাপত্র উপস্থাপন, আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়। এমআইএসটি রোবোটিক্স ক্লাব ও আইইইই বাংলাদেশ সেকশন-এর যৌথ ব্যবস্থাপনায় এই সেশনগুলো গবেষক, একাডেমিক ও শিল্প বিশেষজ্ঞদের জন্য একটি ফলপ্রসু মঞ্চ হিসেবে কাজ করেছে।
২৮ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থি’ত ছিলেন। তিনি বলেন, উদ্ভাবন ও প্রযুক্তিগত নেতৃত্ব দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করে এবং তরুণ প্রজন্মকে নতুন সমাধান ও সৃজনশীল চিন্তার মাধ্যমে ভবিষ্যৎ প্রযুক্তি-নির্ভর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে। এমআইএসটি গবেষণা ও প্রযুক্তিগত উৎকর্ষতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং রোবোলিউশন ও রাইকনের আয়োজনগুলো আগামীর তরুণ উদ্ভাবকদের আরও বেশি অনুপ্রাণিত করবে।
উৎসব শেষে অংশগ্রহণকারীরা প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে নতুন উদ্দীপনায় কাজ করার ব্যাপারে আশাবাদ করে। আয়োজকদের মতে, এই আয়োজন দেশের প্রযুক্তি খাতে উদ্ভাবন, সহযোগিতা ও প্রতিভা বিকাশের ধারাকে আরও বেগবান করবে।
ডিবিটেক/ডিসি/ইকে







