বাংলাদেশ-কোরিয়া কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে
ইউআইটিএস সেমিনারে কোরিয়ান রাষ্ট্রদূত

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে “বাংলাদেশ-কোরিয়া সম্পর্ক” নিয়ে বিশেষ সেমিনার করলো ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। সেমিনারের শুরুতে উভয় দেশের সংগীত পরিবেশনের মাধ্যমে দুই দেশের মধ্যকার সৌহার্দ্য ও বন্ধুত্বের প্রতীকী অভিব্যক্তি তুলে ধরা হয়।
শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে বৃহস্পতিবার অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতি অঙ্গনে বিদ্যমান সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। এসময় তিনি পারস্পরিক উন্নয়নের স্বার্থে এই সহযোগিতা আরও গভীরতর করার আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্য শেষে তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন, যেখানে তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক ও সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোকপাত করেন। এর আগে ইউআইটিএস পরিদর্শনের সময় রাষ্ট্রদূত “কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন ও এর শিক্ষা” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করেন, যা দক্ষিণ কোরিয়ার বিস্ময়কর অর্থনৈতিক অগ্রগতির অভিজ্ঞতা ও বাংলাদেশের প্রেক্ষাপটে তা থেকে গ্রহণযোগ্য শিক্ষার সম্ভাবনা তুলে ধরেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান, দক্ষিণ কোরিয়ার অনারারি কনসাল এবং ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ মহসিন।
স্বাগত বক্তব্য দেন ইউআইটিএস-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।