একদশক পর ওয়ালমার্ট ছাড়ছেন সিইও ডগ ম্যাকমিলন

১৬ নভেম্বর, ২০২৫ ২০:৫৯  
একদশক পর ওয়ালমার্ট ছাড়ছেন সিইও ডগ ম্যাকমিলন

ওয়ালমার্টের দীর্ঘ এক দশকের সফল নেতৃত্বের পর আগামী বছর অবসর নিচ্ছেন সিইও ডগ ম্যাকমিলন। ৫৯ বছর বয়সী ম্যাকমিলনের স্থলাভিষিক্ত হবেন প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্র বিভাগের প্রধান জন ফার্নার, যার কোম্পানিতে তিন দশকের অভিজ্ঞতা রয়েছে। ওয়ালমার্ট জানায়, এটি একটি পরিকল্পিত নেতৃত্ব হস্তান্তর। খবর রয়টার্স।

২০১৪ সালে দায়িত্ব গ্রহণের পর ম্যাকমিলন ওয়ালমার্টকে প্রযুক্তি-নির্ভর খুচরা জায়ান্টে রূপান্তর করেন। অ্যামাজনের প্রতিযোগিতার মধ্যে তিনি দ্রুত ডেলিভারি সেবা বাড়ানো, গুদাম ব্যবস্থাপনায় অটোমেশন যুক্ত করা এবং ই-কমার্স, মার্কেটপ্লেস ও বিজ্ঞাপন আয়ের ওপর জোর দেন। তার নেতৃত্বে কোম্পানির বাজারমূল্য তিন গুণের বেশি বেড়ে বর্তমানে ৮১৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, ম্যাকমিলন ছিলেন স্যাম ওয়ালটনের পর ওয়ালমার্টের অন্যতম সফল সিইও, ফলে তার আগাম অবসরের ঘোষণা শেয়ারহোল্ডারদের মধ্যে কিছু উদ্বেগ তৈরি করেছে। তবে প্রতিষ্ঠান বলছে, পরিবর্তনটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। ম্যাকমিলন ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

ডিবিটেক/বিএমটি