ডুয়েটে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
দিনব্যাপী নানা আয়োজনে গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ডুয়েট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব (ইএলসি)–এর সিলভার জুবিলি উপলক্ষে ১৫ নভেম্বর, শনিবার দিনব্যাপী চলে এই বর্ণাঢ্য উৎসব।
বিশ্ববিদ্যালয়ে পুরোনো একাডেমিক ভবনের সামনে অভ্যাগতদের স্বাগত জানানোর মাধ্যমে সকাল ৮টায় শুরু হয় উদ্বোধনী আনুষ্ঠানিকতা। সাড়ে ৮টায় শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে উদ্বোধনী সেশন এবং সকাল ৯টায় ক্যাম্পাস স্ট্রিটে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর গ্র্যান্ড র্যালি। এসময় ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন, বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধানসহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য ইংরেজি ভাষা চর্চা অত্যন্ত প্রয়োজনীয়। উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও পেশাগত জীবনে ইংরেজি আজ অপরিহার্য মাধ্যম। ডুয়েটের শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধিতে ইএলসি প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।’
পরে সকাল সাড়ে নয়টায় শাহিদ সৈয়দ নাজরুল ইসলাম অ্যাকাডেমিক বিল্ডিং (SSNIAB)-এ শুরু হয় মূল প্রতিযোগিতা ইংলিশ অলিম্পিয়াড। একই সময়ে অডিটোরিয়াম আউটডোরে অনুষ্ঠিত হয় পোস্টার প্রদর্শনী। পৌনে ১১টায় অডিটোরিয়াম চত্বর জুড়ে প্রদর্শিত হয় শিক্ষার্থীদের নির্মিত Cinematography Showcase। এরপর ১১:১৫ থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ সেমিনার “ক্যারিয়ার গাইডেন্স”, যেখানে বক্তারা উচ্চশিক্ষা ও ক্যারিয়ারে ইংরেজির ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন।
দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতির পর বিকাল ২টায় অডিটোরিয়ামে শুরু হয় সেমিনার “স্ট্যাডি অ্যাবরোড: রোড টু ইউএসএ”—যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার ধাপ, বৃত্তি সুযোগ ও ভিসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয় সেখানে।
বিকেলে অলিম্পিয়াড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। এসময় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সভাপতি রনি ইসলাম মিঠু বলেন, “শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধি, সৃজনশীলতা বিকাশ এবং আন্তর্জাতিকমানের কার্যক্রমের অভিজ্ঞতা প্রদানই এই উৎসবের মূল উদ্দেশ্য।”
ডিবিটেক/আইইউ/মুইম







