ইউএফটিবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৫ নভেম্বর, ২০২৫ ২০:৪৫  
ইউএফটিবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে ১৫ নভেম্বর, শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ১২০১ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়েছে “Hands-on Training Session on Rubric Based Evaluation and Outcome Analysis” শীর্ষক এক হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ট্রেজারার ড. মোঃ আনোয়ার হোসেন। প্রশিক্ষণ সেশনটি সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক সুমন সাহা।

প্রশিক্ষণের মূল আলোচক ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এবং অধ্যাপক ড. কামরুদ্দিন নূর, কম্পিউটার সায়েন্স বিভাগ,আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,বাংলাদেশ। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা Rubric Based Evaluation and Outcome Analysis  Outcome Based Education (OBE) বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় মূল্যায়ন কৌশল সম্পর্কে ব্যবহারিক দক্ষতা অর্জনের পাশাপাশি রুব্রিক ব্যবহার করে শিক্ষার্থীদের পারফরম্যান্স মূল্যায়ন, শেখার ফলাফল নির্ভর মূল্যায়নের ধাপসমূহ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের কৌশল বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা লাভ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে  উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, আধুনিক উচ্চশিক্ষায় শেখার ফলাফল নির্ভর মূল্যায়ন (Outcome Based Education) নিশ্চিত করতে রুব্রিক একটি অত্যন্ত কার্যকর ও নির্ভরযোগ্য পদ্ধতি। তিনি আরও বলেন, শিক্ষকবৃন্দ যদি রুব্রিকভিত্তিক মূল্যায়ন দক্ষতার সঙ্গে প্রয়োগ করতে পারেন, তবে শিক্ষার্থীদের শেখার অগ্রগতি ও পারফরম্যান্স মূল্যায়ন আরও সুনির্দিষ্ট, স্বচ্ছ এবং মানসম্মত হবে। উপাচার্য মহোদয় এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা মানোন্নয়ন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ডিবিটেক/এসআই/ইক