গেম অ্যাভাটার কোম্পানি ‘রেডি প্লেয়ার মি’ কিনছে নেটফ্লিক্স

গেম অ্যাভাটার কোম্পানি ‘রেডি প্লেয়ার মি’ কিনছে নেটফ্লিক্স
২২ ডিসেম্বর, ২০২৫ ২১:০০  

অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স গেমিং খাতে নিজেদের অবস্থান আরও শক্ত করতে এস্তোনিয়াভিত্তিক স্টার্টআপ ‘রেডি প্লেয়ার মি’ অধিগ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি এমন একটি ক্রস-গেম অ্যাভাটার প্রযুক্তি তৈরি করে, যার মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন গেমে একই ডিজিটাল পরিচয় ব্যবহার করতে পারেন। রেডি প্লেয়ার মির প্রধান নির্বাহী টিমু টেকে লিংকডইনে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন। খবর এনগ্যাজেট।

এই অধিগ্রহণ নেটফ্লিক্সের নতুন গেম কৌশলের অংশ, যেখানে সহজে খেলা যায় এমন মাল্টিপ্লেয়ার গেম এবং নিজেদের কনটেন্টভিত্তিক গেম উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। 

খবরে বলা হয়, প্রায় ২০ জন কর্মী নিয়ে গঠিত রেডি প্লেয়ার মির দল নেটফ্লিক্সের সঙ্গে যুক্ত হবে, তবে চার প্রতিষ্ঠাতার মধ্যে শুধু টিমু টেকে ভবিষ্যতেও কাজ চালিয়ে যাবেন।

রেডি প্লেয়ার মির প্রযুক্তির বিশেষত্ব হলো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিভিন্ন গেমের ভিন্ন ভিন্ন শিল্পশৈলীর সঙ্গে মানানসই করে অ্যাভাটার রূপান্তর করা। 

যদিও, নেটফ্লিক্স কবে থেকে এবং কোন গেমে এই প্রযুক্তি ব্যবহার শুরু করবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে সাম্প্রতিক সময়ে পার্টি গেম ও ক্রীড়াভিত্তিক প্রকল্পে জোর দেওয়ায়, এই অ্যাভাটার ব্যবস্থা নেটফ্লিক্সের গেমিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে পারে।

ডিবিটেক/বিএমটি