নতুন নীতিমালার গাইডলাইন তৈরিতে অংশীসভা করছে বিটিআরসি
টেলিকমিউনিকেশন্স নেটওয়ার্ক ও লাইসেন্সিং পলিসি ২০২৫ অনুযায়ী গাইডলাইন প্রণয়ন সংশ্লিষ্ট অপারেটরদের নিয়ে বৈঠক শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। ১৭ সেপ্টেম্বর, বুধবার বিকেলে কমিশনের সভাকক্ষে ফিক্সড টেলিকম সার্ভিস লাইসেন্স এর বিভিন্ন অংশীজনদের নিয়ে ঘণ্টাব্যাপী সভায় অংশ নেন অর্ধ শতাধিক ইন্টারনেট সেবাদাতা। এদের মধ্যে পিএসটিএন অপারেটর বিটিসিএল, ১২টি করে ন্যাশনওয়াইড, ডিভিশন, ডিস্ট্রিক ও থানা পর্যায়ের আইএসপি অপারেটরদের প্রতিনিধি, ভিস্যাট ও আইপিটিএসপি ব্যাসয়ীরা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীদের মধ্যে ১২ জনের মতো নতুন নীতিমালার বিভিন্ন বিষয়ে গাইডলাইনে নিজেদের অধিকার স্পষ্টিকরণের বিষয়ে আলোকপাত করেন। ইন্টারনেট সেবাদাতাদের পক্ষে আইএসপিএবি’র প্রায় সকল কার্য নির্বাহী কমিটির সদস্যই এই সভায় যোগ দেন। আলোচনায় অংশ নিয়ে আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম সদস্যদের পক্ষে লাস্টমাইল কানেক্টিভিটির বিষয়ে এটা গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবাদাতা ছাড়াও অন্য কোনো লাইসেন্সি যেন ফাইবার টানতে না পারে সেজন্য গাইডলাইনে স্পষ্টকরণ করার অনুরোধ জানান। নতুন নীতিমালার আলোকে আইসিএসপি এবং এএনএসপি লাইসেন্সিদের অধিকার ও সীমা যেনো বৈষম্যপূর্ণ না হয় সে বিষয়ে গাইডলাইনে নিশ্চয়তা দাবি করেছেন। একইসঙ্গে থানা পর্যায়ের ইন্টারনেট সেবাদাতারাও যেন ইন্টারনেট নির্ভর সেবাগুলো দিতে পারেন সে ক্ষেত্রে যেনো কোনো বৈষম্য না থাকে তা নিশ্চিত করার দাবি জানানো হয়। এছাড়াও একক মালিকানার ইন্টারনেট সেবার মালিকানা হস্তান্তর বা বদলের ক্ষেত্রেও গাইডলাইনে সুনির্দিষ্ট দিক নির্দেশনা চাওয়া হয়েছে।
সভায় উত্থাপিত এমন নানা বিষয় গুরুত্বের সঙ্গে শুনেছেন বিটিআরসি’র লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিনুল হক। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল।
সভায় উপস্থিত ইন্টারনেট ব্যবসায়ীদের পরামর্শ শুনে বিটিআরসি’র পক্ষ থেকে লিখিত আকারে ব্যক্তিগত মতামত দেয়ার জন্য সবাইকে ই-মেইল করার আহ্বান জানানো হয়।
এদিকে নতুন নীতিমালার জন্য গাইডলাইন প্রণয়নে ১৮ সেপ্টেম্বর একই ভ্যেনুতে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে এসোসিয়েশন অব বাংলাদেশের (আইআইজিএবি) দুই প্রতিনিধি ,আইজিডব্লিউ অপারেটরস ফোরামের (আইওএফ) দুই জন প্রতিনিধি, সাবমেরিন ক্যাবল অপারেটরদের দুই জন প্রতিনিধি, বিটিসিএল এর দুইজন প্রতিনিধি এবং ৭টি আইটিসি অপারেটরদের প্রতিনিধিকে আলোচনায় ডাকা হয়েছে। নতুন নীতিমালার ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডার্স (আইসিএসপি) লাইসেন্সে গাইড লাইন নিয়ে ওই বৈঠকে আলোচনা করা হবে। একই দিনে বিকেলে এনটিটিএন অপারেটরদের সঙ্গে বৈঠক আছে বলে জানাগেছে।







