সিম কার্ডের আকারের এসএসডি আনছে চীনের বিউইন

১৬ আগষ্ট, ২০২৫ ২০:২৫  
১৬ আগষ্ট, ২০২৫ ২০:২৫  
সিম কার্ডের আকারের এসএসডি আনছে চীনের বিউইন

চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান বিউইন বাজারে আনছে আকারে সিম কার্ডের মতো ছোট কিন্তু গতি ও ক্ষমতায় এমডট–২ স্টোরেজের প্রতিদ্বন্দ্বী এক নতুন মিনি এসএসডি। সাম্প্রতিক চায়নাজয় প্রযুক্তি প্রদর্শনীতে দুটি গেমিং যন্ত্রে এর ব্যবহার দেখা যাওয়ার পর প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। খবর দ্য ভার্জ।

মাত্র ১৫ মিলিমিটার লম্বা, ১৭ মিলিমিটার চওড়া ও ১.৪ মিলিমিটার পুরু এই মিনি এসএসডি আকারে মাইক্রোএসডি কার্ডের চেয়ে সামান্য বড় হলেও গতি অনেক বেশি। পিসিআইই ৪ x ২ সংযোগ ব্যবহারে এটি প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৩,৭০০ মেগাবাইট ডেটা পড়তে ও ৩,৪০০ মেগাবাইট লিখতে সক্ষম। ৫১২ গিগাবাইট, ১ টেরাবাইট ও ২ টেরাবাইট ক্ষমতায় পাওয়া যাবে এটি। তুলনায় নিনটেন্ডো সুইচ–২–এর মাইক্রোএসডি এক্সপ্রেস কার্ড সর্বোচ্চ ৯৮৫ মেগাবাইট গতিতে কাজ করে।

বিউইনের দাবি, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন ও ক্যামেরায় ব্যবহার করা যাবে মিনি এসএসডি। ব্যবহারও অনেকটা সিম কার্ডের মতো—একটি ট্রের মাধ্যমে এটি বসাতে হবে। আইপি–৬৮ মানসম্পন্ন হওয়ায় এটি পানি ও ধুলাবালু প্রতিরোধী এবং তিন মিটার থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে। প্রথম ধাপে জিপিডি উইন–৫ ও ওয়ানএক্সপ্লেয়ার সুপার এক্স–এ থাকছে বিশেষ স্লটে বসানো এই মিনি এসএসডি। 

তবে বাজারে কবে আসবে বা দাম কত হবে, সে তথ্য এখনও জানায়নি প্রতিষ্ঠানটি।

ডিবিটেক/বিএমটি