ওপেনএআইয়ের শেয়ার কিনতে সফটব্যাংকসহ বিনিয়োগকারীদের আগ্রহ

১৬ আগষ্ট, ২০২৫ ১২:৪০  
১৬ আগষ্ট, ২০২৫ ২০:১১  
ওপেনএআইয়ের শেয়ার কিনতে সফটব্যাংকসহ বিনিয়োগকারীদের আগ্রহ

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই-এর বর্তমান ও সাবেক কর্মীরা প্রায় ৬ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রির উদ্যোগ নিয়েছেন। রয়টার্সের এক সূত্র জানিয়েছে, এই শেয়ার সফটব্যাংক গ্রুপ, থ্রাইভ ক্যাপিটাল এবং ড্রাগোনিয়ার ইনভেস্টমেন্ট গ্রুপসহ বিদ্যমান বিনিয়োগকারীদের কাছে বিক্রি হতে পারে। সম্ভাব্য এ চুক্তি বাস্তবায়িত হলে ওপেনএআই-এর মূল্য দাঁড়াবে ৫০০ বিলিয়ন ডলারে, যা বর্তমানে ৩০০ বিলিয়ন ডলার। খবর রয়টার্স।

ব্লুমবার্গ জানিয়েছে, আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বিক্রির পরিমাণ পরিবর্তিত হতে পারে। এর আগে সফটব্যাংক ওপেনএআই-এর ৪০ বিলিয়ন ডলারের প্রাথমিক বিনিয়োগ রাউন্ডে নেতৃত্ব দিয়েছিল।

চ্যাটজিপিটির সাফল্যে ওপেনএআই-এর আয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ২০২৫ সালের প্রথম সাত মাসেই কোম্পানিটি দ্বিগুণ রাজস্ব অর্জন করেছে, বার্ষিক আয় ১২ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং বছরের শেষে তা ২০ বিলিয়ন ডলার ছুঁতে পারে। 

বর্তমানে মাইক্রোসফট সমর্থিত এই প্রতিষ্ঠানের চ্যাটজিপিটি ব্যবহারকারী সাপ্তাহিক সক্রিয় সংখ্যা প্রায় ৭০০ মিলিয়ন, যা ফেব্রুয়ারিতে ছিল ৪০০ মিলিয়ন।

ডিবিটেক/বিএমটি