স্টারলিংক রিসেলার নিয়োগে আগ্রহপত্র আহ্বান

স্টারলিংক রিসেলার নিয়োগে আগ্রহপত্র আহ্বান
১৫ আগষ্ট, ২০২৫ ১৭:৪৩  
১৫ আগষ্ট, ২০২৫ ২১:৫৬  

কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবায় লাইসেন্সপ্রাপ্ত আইএসপি,ক্যাবল টিভি অপারেটর ও আইসিটি বা ইলেকট্রনিক্স সরঞ্জাম প্রস্তুতকারক/সরবরাহকারী/ডিস্ট্রিবিউটরদের (প্রাসঙ্গিক লাইসেন্স ও অভিজ্ঞতা সহ) কাছ থেকে “রিসেলার পার্টনার” নিয়োগে আগ্রহপত্র (EOI) আহ্বান করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

আবেদনকারী প্রতিষ্ঠানকে ন্যূনতম ৩ কোটি টাকা প্রি-পেমেন্ট করার সক্ষমতা থাকতে হবে। তবে এই অর্থ ক্রয়ের বিপরীতে সমন্বয়যোগ্য। 

নিজস্ব স্যাটেলাইট ছাড়াও সম্প্রতি বাংলাদেশে স্টারলিংক পণ্য ও সেবার প্রচার, পরিচালনা ও বাস্তবায়নের বাংলাদেশী পরিবেশক নিযুক্ত হয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড।

বিএসসিএল জানায়, নির্বাচিত রিসেলার পার্টনাররা নিজস্ব সক্ষমতায় স্টারলিংক সেবা প্রচার, ইনস্টলেশন ও পোস্ট-ইনস্টলেশন সহায়তা, রাজস্ব সংগ্রহ এবং চুক্তিভিত্তিক অন্যান্য দায়িত্ব পালন করবেন। আগ্রহীদের আগামী ২৭ আগস্ট বিকেল ৫টার মধ্যে আবেদন করতে হবে।

আবেদনের সময় আগ্রহী প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রক সংস্থা (BTRC, BTV ইত্যাদি) থেকে লাইসেন্সের অনুলিপি, বৈধ ট্রেড লাইসেন্সের অনুলিপি, সর্বশেষ ট্যাক্স রিটার্নসহ TIN-এর অনুলিপি, VAT রেজিস্ট্রেশন সার্টিফিকেটের অনুলিপি, কোম্পানির গত ২ বছরের অডিট রিপোর্ট, সংশ্লিষ্ট শিল্পখাতে কমপক্ষে ২ বছরের কার্যক্রমের প্রমাণ, ক্লায়েন্ট বা গ্রাহক তালিকা, বিক্রয় ও প্রযুক্তি সহায়তা টিমের বিবরণ এবং নির্ধারিত ব্যাংক থেকে BDT ৩ (তিন) কোটি টাকার প্রি-পেমেন্টের আর্থিক সক্ষমতার প্রমাণ।

 আগ্রহীদের বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানাতে বিএসসিএল আগ্রহীদের জন্য একটি অনলাইন সেশন আয়োজন করবে। ১৯ আগস্ট ২০২৫ বিকেল ৫টার মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে। প্রি-ইওআই (pre-EOI) সভা ২০ আগস্ট অনলাইনে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত লিংক: https://tinyurl.com/BSCLPREEOI আবেদন করার সময় যেসব ডকুমেন্টস জমা দিতে হবে।