অবসরে ডাক ও টেলিযোগাযোগ সচিব

অবসরে গেলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ মুশফিকুর রহমান। তার স্থলে অতিরিক্ত দায়িত্ব বর্তালো টেলিকম অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ জহিরুল ইসলামের ওপর।
বুধবার সচিবালয়ে চাকরি জীবনের নানা স্মৃতি চারণের মধ্যে দিয়ে আনুষ্ঠিনক ভাবে ফুলেল শুভেচ্ছায় তাকে বিদায় জানান সতীর্থরা। এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে ২০২৪ সালর ১১ জুন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পান ড. মো. মুশফিকুর রহমান। কর্মজীবনে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালনকারী অবসরকালীন এই সচিবের জন্ম স্থান বগুড়া।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৯৪ সালের ২৫ এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন ক্যাডারের) ১৩ ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে চাকরি শুরু করেন তিনি। দীর্ঘ ২৭ বছরের চাকুরি জীবনে তিনি মাঠ প্রশাসনের পাশাপাশি মন্ত্রণালয় পর্যায়েও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
অন্যান্যের মধ্যে বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী, টেলিটক ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চেীধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ জানে আলম, কোম্পানি অনুবিভাগের যুগ্ম সচিব শেখ ছালেহ্ আহাম্মদ, পরিকল্পনা অনুবিভাগের যুগ্মসচিব মোঃ মাহবুব হাসান শাহীন, নীরিক্ষা অনুবিভাগের যুগ্মসচিব মোঃ শাহ আলম, সিনিয়র সহকারি সচিব মোঃ একরামুল হক চৌধুরী, আইসিটি সেলের প্রোগ্রামার মোঃ জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসলাম হোসেন, বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক মোঃ মামুনুর রশীদ, টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: জিয়াউল করিম ছাড়াও মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের শীর্ষ স্থনাীয় কর্মকর্তারা তাকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেয়া ড. মুশফিকুর রহমানের অবসারকালীন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত তিনি অবস-উত্তর ছুটি ভোগ করবেন।