চাঁদে জিপিএস প্রযুক্তি চালু করছে জিএমভি

১০ মে, ২০২৫  
১০ মে, ২০২৫  
চাঁদে জিপিএস প্রযুক্তি চালু করছে জিএমভি

স্পেনের মহাকাশ প্রযুক্তি কোম্পানি জিএমভি ঘোষণা করেছে, তারা চাঁদের জন্য জিপিএস-সদৃশ একটি নেভিগেশন সিস্টেম তৈরি করছে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির সঙ্গে যৌথভাবে বাস্তবায়িত এই প্রকল্পের নাম লুপিন। খবর এনগ্যাজেট।

এই সিস্টেমটি চাঁদের কক্ষপথে থাকা বিদ্যমান উপগ্রহগুলোর সংকেত ব্যবহার করে নভোচারী, রোভার ও ভবিষ্যতের উপনিবেশকারীদের তাৎক্ষণিক অবস্থান নির্ধারণে সহায়তা করবে।

জিএমভি জানিয়েছে, বর্তমানে চাঁদে যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা রয়েছে, যেমন পৃথিবীর সঙ্গে সরাসরি দৃশ্যমানতা বা রিলে স্যাটেলাইটের ওপর নির্ভরতা, যার ফলে সিগন্যাল বিলম্ব ঘটে এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হয়।

প্রকল্প পরিচালক স্টিভেন কে বলেন, “এই প্রযুক্তি ইউরোপকে চাঁদে মানব উপস্থিতি প্রতিষ্ঠার দিকে এগিয়ে নেবে এবং ভবিষ্যতে এটি মঙ্গল অভিযানের প্রস্তুতির অংশ হতে পারে।”

ডিবিটেক/বিএমটি