বাতিল হলো আরেকটি টাইটানফল গেম, কয়েক’শ কর্মী ছাঁটাই

৩০ এপ্রিল, ২০২৫  
৩০ এপ্রিল, ২০২৫  
বাতিল হলো আরেকটি টাইটানফল গেম, কয়েক’শ কর্মী ছাঁটাই

গেমিং জগতে কর্মী ছাঁটাই ও গেম বাতিলের ধারাবাহিকতায় এবার ইলেকট্রনিক আর্টস (ইএ) নতুন করে ৩০০ থেকে ৪০০ কর্মী ছাঁটাই করেছে, যার মধ্যে রেসপনের প্রায় ১০০ জন কর্মী রয়েছেন। একইসঙ্গে বাতিল হয়েছে একটি অঘোষিত টাইটানফল গেম, যার কোডনেম ছিল ‘আর৭’। খবর এনগ্যাজেট।

ব্লুমবার্গ জানায়, এটি একটি ‘এক্সট্র্যাকশন শ্যুটার’ ধরনের গেম ছিল, তবে সেটি এখনও প্রাথমিক পর্যায়েই ছিল। রেসপন জানিয়েছে, তারা দুটি ‘ইনকিউবেশন প্রকল্প’ বাতিল করেছে।

ইএ এখন তাদের সম্পদ ও মনোযোগ কেন্দ্রীভূত করছে অ্যাপেক্স লিজেন্ডস ও স্টার ওয়ার্স জেডাই সিরিজে, যেখান থেকে তাদের লাভের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে।

২০২৩ সালে ইএ প্রায় ১,১৩০ কর্মী ছাঁটাই করেছিল এবং ২০২৪ সালে আরও ৫ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। রেসপন বলেছে, “এই সিদ্ধান্তগুলো সহজ নয়, এবং যাঁরা প্রভাবিত হয়েছেন, তাঁদের সৃজনশীলতা ও অবদান সবসময় আমাদের জন্য গর্বের।”

ডিবিটেক/বিএমটি