ফোনটি কলমের মতো পাতলা

হাতঘড়ি, বালা কিংবা ফাউন্টেন কলমের মতো পাতালা একটি স্মার্টফোন আনতে যাচ্ছে ভিভো। ভি৫০ লাইট মডেলের ফোনটির পুরুত্ব মাত্র ৭.৭৯ মিমি। পাতৈলা হলেও এটি দ্রুত চার্জ হওয়ার পাশাপাশি দীর্ঘস্থায়ী সময় পর্যন্ত ব্যাকআপ দেয়। ফোনটি খুব সাবলীল ভাবে ওয়ালেট কিংবা ভ্যানিটি ব্যাগ কিংবা পকেটে রাখা যায়।
ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এ ফোনে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি, যা স্লিম ও কমপ্যাক্ট ডিজাইনেও দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে। এতে উন্নত সিলিং প্রযুক্তি ও শক্তি ধরে রাখার ক্ষমতা থাকার কারণে নিশ্চিন্তে স্ট্রিমিং ও গেমিং করেও প্রিয়জনদের সাথে কানেক্টেড থাকা যায়।
ভিভো ভি৫০ লাইট এর টাইটানিয়াম গোল্ড সংস্করণটি ধারণ করে সূর্যাস্তের সোনালি আভা, যা ফোনে আভিজাত্য ফুটিয়ে তোলে ও প্রিমিয়াম ফিনিশ প্রদান করে। এভাবেই ইউনিক রঙ, হাই গ্লস মেটাল ফ্রেম এবং ৭.৭৯ মিমি স্লিম ডিজাইনের কারণে স্টাইলের দিক থেকে এটি রাখছে না কোনো অপূর্ণতা।
ভিভো ভি৫০ লাইটে আরও রয়েছে ৬.৭৭ ইঞ্চি বড় ও ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ আল্ট্রা ভিশন অ্যামোল্ড পাঞ্চ-হোল ডিসপ্লে, যা দ্রুত এবং মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে। ফলে চোখের সুরক্ষা দিতেও সক্ষম এ ফোন।