ইনিফিনিক্সে ‘সারপ্রাইজ লাভ

১৩ ফেব্রুয়ারি, ২০২৫  
১৪ ফেব্রুয়ারি, ২০২৫  
ইনিফিনিক্সে ‘সারপ্রাইজ লাভ

ভালোবাসার আনন্দঘন মুহূর্তগুলোকে আরও স্মরণীয় করে তুলতে ১১-১২ ফেব্রুয়ারি সারপ্রাইজ লাভ উইথ ইনফিনিক্স’ অফার দিয়েছে ইনফিনিক্স। এর মাধ্যমে ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস স্মার্টফোন জিতে নেয়ার সুযোগ পেয়েছেন ক্রেতারা। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হলেও  বছর ইনফিনিক্সের প্রণোদনা চলছে অনলাইন এবং অফলাইনে

ক্যাম্পেইনে সোশ্যাল মিডিয়া কনটেস্ট বিশেষ কোনো স্মরণীয়, আবেগঘন বা মজার ছবি বা ভিডিও শেয়ার করে #SurpriseLovewithInfinix হ্যাশট্যাগ ব্যবহার এবং  তিনজন বন্ধুকে ট্যাগ করে কনটেস্টে অংশ নিচ্ছেন ইনফিনিক্সপ্রেমীরা।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি (বুধবার) বাংলাদেশ ইউনিভার্সিটিতে অফলাইন ক্যাম্পেইনের আয়োজন করা হয়। যেখানে শিক্ষার্থীরাদের জন্য ইনফিনিক্স ভ্যালেন্টাইনস ডে ফটো বুথ এবং প্রোডাক্ট এক্সপেরিয়েন্স কর্নার স্থাপন করা হয়। পাশাপাশি ইনফিনিক্স সার্ভিস সেন্টার কার্লকেয়ার একটি বিশেষ বুথ স্থাপন করা হয়, যেখানে প্রিমিয়াম বিক্রয়োত্তর সেবা দেয়া হয় এছাড়া ওয়ারেন্টির বাইরে থাকা ডিভাইস সার্ভিসে ২১% ছাড়, বিনামূল্যে সার্ভিস চার্জ, সফটওয়্যার আপডেট এবং ফোন ক্লিনিং সার্ভিসসেরও ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীদের জন্য ইনফিনিক্স স্মার্টফোন কেনা আরও সহজ করতে পাম পে ইভেন্টে কার্ডলেস ইএমআই সুবিধা প্রদান করা হয়যার মাধ্যমে তারা কোনো আর্থিক চাপ ছাড়াই ইনফিনিক্স স্মার্টফোন কিনতে পারবেন ক্যাম্পেইনের শেষে তিনজন ভাগ্যবান বিজয়ীর হাতে তুলে দেয়া হয় ইনফিনিক্স হট ৫০ প্লাস স্মার্টফোন