অপেরা ব্রাউজারে নতুন এআই এজেন্ট উন্মোচন

অপেরা তাদের ব্রাউজারে এক নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট উন্মোচন করেছে, যার নাম ব্রাউজার অপারেটর। এটি ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ওয়েবসাইটে স্বয়ংক্রিয়ভাবে কাজ সম্পাদন করতে সক্ষম হবে। খবর টেকক্রাঞ্চ।
একটি ডেমো ভিডিওতে দেখা গেছে, এই এআই এজেন্ট ওয়ালমার্ট থেকে মোজা খোঁজা, ফুটবল ম্যাচের টিকিট বুকিং এবং বুকিং ডটকম থেকে ফ্লাইট ও হোটেল সন্ধানের মতো কাজ করতে পারছে। শিগগিরই ফিচার ড্রপ প্রোগ্রামের মাধ্যমে এটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে অপেরা।
এখনও নিশ্চিত নয় যে এটি নির্দিষ্ট ওয়েবসাইটে কাজ করবে নাকি বিভিন্ন প্ল্যাটফর্ম জুড়ে জটিল অনুসন্ধান পরিচালনা করতে পারবে। তবে অপেরা বলছে, এটি সম্পূর্ণ ডিভাইসে পরিচালিত হয়, ফলে এটি ক্লাউড-ভিত্তিক ব্রাউজার বা ভার্চুয়াল মেশিনের তুলনায় বেশি নিরাপদ।
বর্তমানে এআই ব্রাউজার এজেন্টের প্রতিযোগিতা তীব্রতর হচ্ছে। ওপেনএআই তাদের অপারেটর নামের ব্রাউজার এজেন্ট চ্যাটজিপিটি প্রো ব্যবহারকারীদের জন্য এনেছে। এ ছাড়া দ্য ব্রাউজার কোম্পানি নতুন দিয়া ব্রাউজার তৈরির ঘোষণা দিয়েছে এবং পারপ্লেক্সিটি শিগগিরই কমেট নামে নতুন ব্রাউজার উন্মোচন করতে যাচ্ছে।
ডিবিটেক/বিএমটি