ফিরেছে শহীদ হদি’র অফিসিয়াল ফেসবুক পেইজ
জঙ্গী ট্যাগ দিয়ে ফেইক বট রিপোর্টিং করে ব্লক করা হয়েছিলো শহীদ ওসমান শরিফ হাদি’র ভেরিফায়েড ফেসবুক পেজ। সেই সঙ্গে তার পেজ থেকে ভিডিও শেয়ার করে অনেকেই তার কন্টেন্ট এর পাশাপাশি পেজও হারিয়েছিলেন।
তবে মেটার সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে ৪৮ ঘণ্টার মধ্যে পেজগুলো ফিরে পেয়েছেন এর মালিকেরা। ২৮ ডিসেম্বর, রবিবার রাত থেকেই ওসমান হাদি পেজটি লাইভ হয়েছে। এছাড়াও একই কারণে যাদের পেজ হারিয়ে গেছে আপিল করে তারও তা ফিরে পাচ্ছেন বলে জানা গেছে।
এ বিষয়ে সাইবার ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, ‘জঙ্গী ট্যাগ দেয়ায় হাদি ভাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজ ডাউন করা হয়েছিলো। তার ভিডিও যারা শেয়া করেছিলো তাদের পেজও এই সমস্যা পড়েছিলো। তবে তাৎক্ষণিক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব মেটা’র সঙ্গে যোগাযোগ করে বিটিআরসি’র মাধ্যমে মেটাকে শহীদ হওয়ার বিষয় জানালে মেটা গতকালই হাদি ভাইয়ের ফেসবুক পেজ ফিরিয়ে দিয়েছে। সবগুলো পেজ ও আইডি এখন ব্যাক হচ্ছে। হাদীর মেইন পেজ ডিজঅ্যাবল হয়ে গিয়েছিলো। এখন এনাবল হয়ে গেছে। আপিল করলে সবই এনাবল হয়ে যাবে।’
প্রসঙ্গত, জুলাই যোদ্ধাদের নিয়ে এবং ওই সময়কার বাস্তব ভিডিওকে সহিংসতা ও জঙ্গী ট্যাগ দিয়ে ফেসবুকে নিয়মিত রিপোর্ট করছে একটি সংঘবদ্ধ চক্র। সেই সূত্র ধরেই বাংলাদেশপন্থী হিসেবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া পোস্টে গণহারে জঙ্গী রিপোর্টের কারণে ফেসবুক পেজ ডিজ্যাবল হয়ে গিয়েছিলো। একইসঙে প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজ থেকে হারিয়ে গিয়েছিলো তার বিদ্রোহী কবিতা আবৃত্তির ভিডিও। তাকে নিয়ে পোস্ট করে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিজের পেজ হারিয়েছিলেন।
ডিবেটেক/এমআই/ওবি







