রাজধানীতে অনাবাসী বাংলাদেশীদের বৈশ্বিক সম্মেলন
বিশ্বের প্রায় ২৫টি দেশ থেকে আসা এক হাজারের বেশি প্রবাসীর অংশগ্রহণে রাজধানীর বনানীতে ঢাকার হোটেল শেরাটনের বলরুমে অনুষ্ঠিত হলো অনাবাসী বাংলাদেশীদের সম্মেলন ‘NRB গ্লোবাল কনভেনশন ২০২৫’। সম্মেলনে চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আইটি পেশাদাররা ছাড়াও ব্যবসায়ী ও উদ্যোক্তারাও অংশ নিয়েছেন।
৩০ ডিসেম্বর সকাল ১১টায় কনভেনশনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম. ডি. তৌহিদ হোসেন। পরবর্তীতে সন্ধ্যায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।
উপদেষ্টাদ্বয় তাদের বক্তব্যে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সমর্থনের আশ্বাস দেন। তারা উল্লেখ করেন, অনাবাসী বাংলাদেশীদের সক্রিয় ভূমিকা বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বহির্বিশ্বে দেশের মর্যাদা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কনভেনশনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মূল্যবান আলোচনা করেন।
এই কনভেনশনে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চেম্বারের মধ্যে আমেরিকা-বাংলাদেশ চেম্বার, কানাডা-বাংলাদেশ চেম্বার, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার ও ইউকে-বিসিসিসিআই, ঢাকা ও দুবাইয়ের ব্যবসায়িক কাউন্সিল,সিঙ্গাপুর, জাপান, কোরিয়া ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার প্রতিনিধিরা অংশ নেন।
ডিবিটেক/এসইউ/ইক







