ফলোআপ:

এবার ভারত থেকে ড্রাইভিং লাইসেন্স ইস্যুর কথা প্রকাশ করলেন বিআরটিএ চেয়ারম্যান

এবার ভারত থেকে ড্রাইভিং লাইসেন্স ইস্যুর কথা প্রকাশ করলেন বিআরটিএ চেয়ারম্যান
২২ ডিসেম্বর, ২০২৫ ১৯:২৭  

ডিজিবাংলাটেকডটনিউজ-এর অনুসন্ধানী প্রতিবেদন মাদ্রাজ থেকে নির্দেশনা পেয়ে প্রিন্ট হতো বিআরটিএ স্মার্ট কার্ড? প্রকাশের দুই মাসের মাথায় ভারত থেকে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স ইস্যুর কথা জানালেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন। ২২ ডিসেম্বর, সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, “আমাদের বিআরটি এর লাইসেন্স ইস্যুর কাজটি করতো ভারতের মাদ্রাজের একটি প্রতিষ্ঠান। এ জুলাইয়ে তাদের সঙ্গে চুক্তি শেষ হয়েছে। প্রতিষ্ঠানটি আরও দুই বছর মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করে। কিন্তু আমরা সাড়া দেইনি। আমরা চাই, আমাদের সার্বভৌমত্ব আমাদের হাতেই থাকুক। নতুন করে দেশীয় মালিকানাধীন কোম্পানিকে এ কাজ দেওয়া হবে।”

নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক ও বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের উদ্যোগে এই চেক বিতরণ করা হয়। 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বিআরটিএর পরিচালক রুবাইয়াত-ই-আশিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা ও বিআরটিএ নারায়ণগঞ্জ অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানে ৩০ জনকে ১ কোটি ৩০ লাখ টাকার চেক তুলে দেন অতিথিরা। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকটি পরিবারকে ৫ লাখ, গুরুতর আহতদের ৩ লাখ ও আহতদের ১ লাখ টাকা প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে চালকদের হাতে পোশাক তুলে দেন অতিথিরা।

ডিবিটেক/জেএনও/ইক