১০ জানুয়ারি বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে বসছে হ্যাকার ওয়ান বাগ হান্ট ২০২৬
আগামী ১০ জানুয়ারি তৃতীয় বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনফরমেশন সিকিউরিটি কনফারেন্স ও হ্যাকার ওয়ান বাগ হান্ট। রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে সম্মেলনে অনুষ্ঠিত হবে এই অনসাইট হান্ট ।
প্রতিষ্ঠার শুরু থেকেই হ্যাকার ওয়ান বাগ হান্ট বাংলাদেশের ইথিক্যাল হ্যাকার, ভলনারেবিলিটি রিসার্চ ও রিয়েলিস্টিক সিকিউরিটি নিয়ে কাজ করছে। এবারের সম্মেলনে আলোচক হিসেবে থাকছেন টেকনোনেক্সট সিনিয়র পেনিট্রেশন টেস্টার নাজমুল হোসাইন নিরব, জেল্লিক এর লিড সিকিউরিটি রিসার্চার সৈয়দ ফারাজ আবরার এবং অগমেডিক্স এর সিকিউরিটি ইঞ্জিনিয়র মোহাম্মদ আব্দুল্লাহ।
প্রতিযোগিতার ওয়েবসাইট থেকে জানাগেছে, এবারে ১২ ঘণ্টার হান্টে অংশ নিতে ৫ নভেম্বর পর্যন্ত ৫০০ জন হ্যাকার নিবন্ধন করেন। ২১ নভেম্বর কায়োলিফায়ার রাউন্ডে টিকেছেন ৫৫ জন। এরপর ২১ ডিসেম্বর খুলে দেয়া হয় রিজার্ভেশন। এটি চলবে ১ জানুয়ারি পর্যন্ত। অনসাইট ফাইনাল রাউন্ড হবে ১০ জানুয়ারি।
আয়োজক সূত্রে প্রকাশ, ২০২৩ সাল থেকে শুরু হওয়া ইনফরমেশন সিকিউরিটি কনফারেন্সের অংশ হিসেবে হ্যাকার ওয়ান বাগ হান্ট টুয়েন্টি টুয়েন্টি সিক্স এবার আরও বৃহৎ কলেবরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে অংশ নেবেন সাইবার সিকিউরিটি প্রফেশনাল, বাগ বাউন্টি হান্টার, ডেভেলপার ও শিক্ষার্থীরা। এবারের আয়োজন শুধু একটি কনফারেন্স নয়, বরং একটি ‘লার্নিং ব্যাটল ফিল্ড’।
তারা বলছেন, যেখানে থিয়োরি ও রিয়েলিটির হেড অন কলিশন ঘটবে এবং কমন সিকিউরিটি আইডিয়া চ্যালেঞ্জের মুখে পড়ে। এই চ্যালেঞ্জে অংশ নিতে আগে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। অংশগ্রহণে আগ্রহী হলে যেতে হবে এই ওয়েবসাইটে।
ডিবিটেক/ওয়েব/ইক







