দেশের মাটিতে গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন যারা

দেশের মাটিতে গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন  যারা
৩০ ডিসেম্বর, ২০২৫ ২৩:১৭  

রাজধানীর বনানীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো অনাবাসী বাংলাদেশীদের সম্মেলন ‘এনআরবি গ্লোবাল কনভেনশন ২০২৫’। অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, রিয়েল এস্টেট এবং ব্যাংকিং সেক্টরে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৩০  বিশিষ্ট ব্যক্তিকে দেয়া হলো গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ড ২০২৫। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে প্রায় অর্ধেকই প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও পেশাজীবি। 

এদের মধ্যে বিশ্বব্যাপী শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর এবং পিপল এন টেক-এর প্রতিষ্ঠাতা প্রকৌশলী আবুবকর হানিফ। 

এছাড়াও প্রযুক্তি, শিক্ষা এবং ডিজিটাল উদ্ভাবনে বৈশ্বিক নেতৃত্বের পুরস্কার পেয়েছেন নেক্সজেন গ্লোবাল গ্রুপের সিইও এবং আন্তর্জাতিক বক্তা হেমি হোসেন। 

প্রযুক্তি ও ব্যবসায়িক নেতৃত্বে বৈশ্বিক শ্রেষ্ঠত্ব পুরস্কার পেয়েছেন  ফ্রেন্ডস রিয়েলটি লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখারুল আলম (এনআরবি সিআইপি)।

এনআরবি ফিনটেক উদ্ভাবন এবং নেতৃত্বে শ্রেষ্ঠত্ব পুরস্কার পেয়েছেন ভেলক্সপে (অস্ট্রেলিয়া) প্রতিষ্ঠাতা ও সিইও মো. রিয়াজ উদ্দিন। 

একইভাবে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং নারী উন্নয়নে অসামান্য নেতৃত্বের জন্য পুরস্কৃত হয়েছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান  প্রীতি চক্রবর্তী। আর চিকিৎসা উদ্ভাবন এবং অ্যাসথেটিক হেলথকেয়ারে নেতৃত্বের জন্য পুরস্কৃত হয়েছেন অ্যাসথেটিক হাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. ইশরাত জাহান।

গ্লোবাল লিডারশিপ এবং স্ট্র্যাটেজিক ইনোভেশনে পুরস্কার পেয়েছেন অ্যামকর টেকনোলজি ইনকর্পোরেটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আসিফ আর চৌধুরী।

‘ভিশনারি লিডারশিপ এবং ইনোভেশন’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন জিএফবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান গোলাম ফারুক ভূঁইয়া। ‘ব্যবসায়িক নেতৃত্ব এবং উদ্ভাবনে’ পুরস্কার পেয়েছেন অ্যালয় মেটালস কোম্পানির সিইও ইঞ্জিনিয়ার মো খান। 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন, যুক্তরাষ্ট্রে আইসিটি খাতের অন্যতম বাংলাদেশি আমেরিকান উদ্যোক্তা ও উদ্ভাবক আজিজ আহমদ, এনআরবি ওয়ার্ল্ড  প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম, ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান সবুর খান প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রতিরক্ষা, অবকাঠামো এবং অর্থনৈতিক অগ্রগতিতে বৈশ্বিক প্রভাবের জন্য পুরস্কৃত হয়েছেন আইমেক্স (AIMEX) এলএলসি-এর প্রেসিডেন্ট ও সিইও তানভীর মাহমুদ। গ্লোবাল পাবলিক সার্ভিস এবং সিভিক লিডারশিপে পুরস্কৃত হয়েছেন শিক্ষাবিদ ও সমাজকর্মী নাজদা আলম। 

অপরদিকে স্থাপত্য ও টেকসই পর্যটন উন্নয়নে  ছুটি রিসোর্ট কক্সবাজারের ব্যবস্থাপনা পরিচালক স্থপতি মো. মিজানুর রহমান; গ্লোবাল এন্টারপ্রেনারশিপ এবং রিয়েল এস্টেট উন্নয়নেদুবাইত রিয়েল এস্টেট অ্যান্ড প্রপার্টি ম্যানেজমেন্টের (সংযুক্ত আরব আমিরাত) সিইও মমিনুল হক; লাক্সারি অটোমোটিভ খাতে এ. এম. গ্রুপের চেয়ারম্যান হাবিব উল্লাহ ডন; রিয়েল এস্টেট এবং কমিউনিটি উন্নয়নে নতুনধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. শাদী-উজ-জামান; রিয়েল এস্টেট এবং আতিথেয়তা উন্নয়নে ঢাকা হোমের প্রেসিডেন্ট মোহাম্মদ বেলায়েত হোসেন; ম্যানুফ্যাকচারিং ও কমিউনিটি ক্ষমতায়নে বৈশ্বিক স্থায়িত্বশীলতার জন্য ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান হাসান; কমার্স এবং কমিউনিটি লিডারশিপে অগ্রগামী ভূমিকার জন্য বিসমিল্লাহ সুপারমার্কেটের ম্যানেজিং পার্টনার আহসান হাবিব; গ্লোবাল বাংলাদেশি কমিউনিটি লিডারশিপ এবং পাবলিক সার্ভিসের জন্য  যুক্তরাজ্যের সারের মোলভ্যালি এলাকার সাবেক মেয়র কাউন্সিলর জাহাঙ্গীর হক (রাজ); আতিথেয়তা ও পর্যটন উন্নয়নে নেতৃত্বের জন্য গ্র্যান্ডমার্ক-ঢাকা ও গোল্ডেন টিউলিপের প্রতিষ্ঠাতা খালেদ উর রহমান এবং  ইনারওয়েস্ট প্রপার্টির ব্যবস্থাপনা পরিচালক মাহিন আবেদীন পেয়েছেন গ্লোবাল এন্টারপ্রেনারিয়াল লিডারশিপ ও ডায়াসপোরা এক্সিলেন্স পুরস্কার।  

মিট্যান্স লিডারশিপ এবং ডায়াসপোরা ব্যাংকিং-এ ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহসান জামান চৌধুরী; রফতানি শিল্পে স্টাইলিশ গার্মেন্টস ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন চৌধুরী এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেন মো. ওমর ফারুক খাঁনকে দেয়া হয়েছে ‘এনআরবি গ্লোবাল এক্সিলেন্স’ সম্মাননা। 

এর বাইরে ব্যবসায়িক নেতৃত্ব এবং মানবিক সেবায় অসামান্য অবদানের জন্য স্বীকৃত হয়েছেন অ্যাসেন্ড টেকনোলজি ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা ও সিইও কাওসার জামাল; বাণিজ্য ও ডায়াসপোরা ক্ষমতায়নে বৈশ্বিক নেতৃত্বে এয়ার প্রিমিয়া ইনকর্পোরেটেড ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক রানা; হলিস্টিক এবং ইন্টিগ্রেটিভ হেলথকেয়ারের জন্য আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মজিবুল হক; সিএনজি শিল্পে নেতৃত্বের জন্য ইউনাইটেড সিএনজি ও ইউনাইটেড ক্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন নয়ন; সামুদ্রিক নেতৃত্ব এবং বিশ্ব বাণিজ্যে অবদানের জন্য মাস্টার মেরিনার (ইউকে) ক্যাপ্টেন মো. ইরশাদ আলী পুরস্কৃত হয়েছেন।

ডিবিটেক/এমইউএম