তরুণদের মোবাইল গেমিংয়ে জোর দিচ্ছে ইনফিনিক্স

তরুণদের মোবাইল গেমিংয়ে জোর দিচ্ছে ইনফিনিক্স
২২ ডিসেম্বর, ২০২৫ ১১:২১  

বিদায়ী ২০২৫ সালে গেমিং ও ফুটবলকে কেন্দ্র করে একাধিক উদ্যোগে তুরুণদের যুক্ত করেছে ইনফিনিক্স। কিছুদিন আগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসভিত্তিক ই-স্পোর্টস প্রতিযোগিতা পিএমসিসি ২০২৫ বাংলাদেশ আয়োজন করেছিলো মোবাইলফোন নির্মাতা ব্র্যান্ডটি। সর্বশেষ ঢাকার উত্তরায় একটি গেমিং-কেন্দ্রিক ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে প্রতিষ্ঠানটি। 

এভাবেই গেমিংয়ের পাশাপাশি, ইনফিনিক্স বাংলাদেশের নারী জাতীয় ফুটবল দলের সঙ্গে তাদের সহযোগিতা অব্যাহত রেখেছে। সাম্প্রতিক বছরগুলোতে নারী ফুটবল ঘিরে আগ্রহ বাড়ছে, বিশেষ করে তরুণদের মধ্যে। এই অংশীদারত্ব সেই প্রবণতার সঙ্গেই যুক্ত বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টদের মতে, অফলাইন ও অনলাইন মিলিয়ে  এই উদ্যোগগুলো গেমিং সংস্কৃতিকে ঘিরে তৈরি হওয়া নতুন ধরনের ব্র্যান্ড সম্পৃক্ততার অংশ।

বিশ্লেষকদের মতে, গেমিং ও খেলাধুলা—উভয় ক্ষেত্রই তরুণদের মধ্যে দলগত কাজ, শৃঙ্খলা ও কৌশলগত চিন্তার বিকাশে ভূমিকা রাখে। ক্যাম্পাস পর্যায়ে ই-স্পোর্টসের বিস্তার এবং নারী ফুটবলের বাড়তে থাকা দৃশ্যমানতা তরুণদের আগ্রহের পরিবর্তনকে নির্দেশ করছে।
ডিবিটেক/ইএএইচ/এমইউএম