সোশ্যাল মিডিয়ায় মানসিক স্বাস্থ্য সতর্কবার্তা বাধ্যতামূলক করছে নিউইয়র্ক
তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটে নিউইয়র্ক অঙ্গরাজ্য নতুন আইন কার্যকর করতে যাচ্ছে। গভর্নর ক্যাথি হোকুল স্বাক্ষরিত এই আইনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে তামাকজাত পণ্যের মতো মানসিক স্বাস্থ্য সতর্কবার্তা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে নিউইয়র্ক যুক্তরাষ্ট্রের চতুর্থ অঙ্গরাজ্য হিসেবে কলোরাডো, মিনেসোটা ও ক্যালিফোর্নিয়ার পথ অনুসরণ করছে। খবর পিসি ম্যাগ।
এস৪৫০৫/এ৫৩৪৬ নম্বর আইন অনুযায়ী, যেসব প্ল্যাটফর্মে আসক্তিমূলক বা ‘শিকারি’ ফিচার রয়েছে—যেমন অসীম স্ক্রল, অটোপ্লে বা লাইক কাউন্ট—সেগুলোতে তরুণ ব্যবহারকারীদের জন্য মানসিক ঝুঁকির সতর্কতা দেখাতে হবে।
সতর্কবার্তাগুলোর নকশা ও প্রদর্শনের পদ্ধতি নির্ধারণ করবেন নিউইয়র্কের মানসিক স্বাস্থ্য কমিশনার, যা পর্যালোচিত গবেষণার ওপর ভিত্তি করে তৈরি হবে। শর্ত ও নীতিমালার আড়ালে সতর্কতা লুকানো যাবে না।
আইন ভঙ্গ করলে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে মামলা ও প্রতি লঙ্ঘনে সর্বোচ্চ পাঁচ হাজার ডলার জরিমানার বিধান রাখা হয়েছে।
যদিও অন্যান্য অঙ্গরাজ্যে এ ধরনের আইনের বিরুদ্ধে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আইনি চ্যালেঞ্জ উঠেছে, নিউইয়র্ক কর্তৃপক্ষ বলছে, জনস্বার্থে মানসিক স্বাস্থ্য সুরক্ষাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
ডিবিটেক/বিএমটি







