খালেদা জিয়ার মৃত্যুতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শোক
৩০ ডিসেম্বর, ২০২৫ ১১:৪০  

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এক শোক বার্তায় জানান, জাতির ইতিহাসে বেগম খালেদা জিয়া ছিলেন এক সাহসী ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নারীর রাজনৈতিক অংশগ্রহণ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও অর্থনৈতিক সংস্কারে অসামান্য ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়েছিল রাজনৈতিক সচেতনতা, নারী জাগরণ ও গণতান্ত্রিক চেতনার এক নতুন উচ্চতায়।
জাতীয় রাজনীতিতে তাঁর অবদান অনস্বীকার্য এবং তাঁর মৃত্যুতে দেশ এক অভিজ্ঞ, মানবিক ও প্রেরণাদায়ী নেত্রী ও অভিভাবক হারালো। 

আপসহীন নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তাঁর প্রয়াণ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে একটি অপূরণীয় ক্ষতি।
 
আব্দুন নাসের খান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ডিবিটেক/ইক