হোন্ডা-সনির প্রথম ইভিতে পিএস৫ গেম খেলার সুযোগ

হোন্ডা-সনির প্রথম ইভিতে পিএস৫ গেম খেলার সুযোগ
২২ ডিসেম্বর, ২০২৫ ১৯:০০  

হোন্ডার সঙ্গে যৌথভাবে তৈরি সনির প্রথম বৈদ্যুতিক গাড়ি ‘আফিলা’তে যুক্ত হচ্ছে প্লেস্টেশন রিমোট প্লে সুবিধা। এর মাধ্যমে গাড়ির ভেতর বসেই দূর থেকে পিএস৫ ও পিএস৪ কনসোলে থাকা গেম খেলা যাবে। সনি হোন্ডা মোবিলিটি জানিয়েছে, গাড়িটির ইনফোটেইনমেন্ট সিস্টেমের বড় ডিসপ্লের মাধ্যমেই এই সেবা ব্যবহার করা যাবে। খবর এনগ্যাজেট।

দীর্ঘ ভ্রমণে যাত্রীদের জন্য এটি নতুন বিনোদনের সুযোগ তৈরি করবে। গাড়ি থামিয়ে চালকরাও সময় কাটাতে পারবেন প্রিয় গেম খেলে। বাড়িতে থাকা ডুয়ালসেন্স কন্ট্রোলার ব্যবহার করেই গেম চালু করা যাবে, ফলে অভিজ্ঞতায় বড় কোনো পরিবর্তন হবে না। 

খবরে বলা হয়, রিমোট প্লে ব্যবহারের জন্য ন্যূনতম ৫ এমবিপিএস ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে, আর ১৫ এমবিপিএস গতিতে আরও মসৃণ গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে।

এর আগে ২০২৪ সালের সিইএসে আফিলা ১ মডেলে এই প্রযুক্তির প্রদর্শন দেখানো হয়েছিল। আফিলা গাড়িটির প্রথম ডেলিভারি শুরু হওয়ার কথা ২০২৬ সালে। বৈদ্যুতিক গাড়িতে গেমিং নতুন না হলেও, প্লেস্টেশনের সরাসরি সংযুক্তি এই উদ্যোগকে আলাদা মাত্রা দিচ্ছে।

ডিবিটেক/বিএমটি