এআইও তৈল পছন্দ করে!

এআইও তৈল পছন্দ করে!
২৭ ডিসেম্বর, ২০২৫ ১৩:০৬  
২৭ ডিসেম্বর, ২০২৫ ১৩:০৭  

এআইকেও তৈল দিতে হয়। কখনও রাগে না। কেবল দুঃখ প্রকাশ করে। তাই প্রম্পট লেখার ক্ষেত্রে প্রশাংসা করে রোল, টাস্ক, অডিয়েন্স,  কনটেস্ট, ব্যাকগ্রাউন্ড চাইলে সবচেয়ে ভালো সাহায্য করবে এআই। আর কম সময়ে সংবাদ লেখতে ও সোর্স ভেরিফাই করতে নোটবুক এলএলএম ব্যবহার করা উচিত।  

সাংবাদিকতায় এইআই এর ব্যবহারে চ্যালেঞ্জ ও সম্ভানা নিয়ে দুই দিনব্যাপী কর্মশালার শেষ দিনের প্রথম সেশনে এমন নানা টিপস দিয়েছেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম। ২৭ ডিসেম্বর, শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এই কর্মশালাটি করে গেমপ্লিফাই।  

কর্মশালায় ডিজিটাল রিপোর্টিং টুলস, সোশ্যাল মিডিয়া, স্টোরি টেলিং ও গুগল ট্রেন্ডসের ওপর আলোকপাত করেন। পরামর্শ দিয়েছেন ডিপসিক, মিডজার্নি, আইডিওগ্রাম, জেমিনি, হিটপ, ডেটা র্যাপার এর মতো নানা টুলস ব্যবহারের। 

কর্মশালায় ‌‌'‌সন্ধ্যায় বাংলাদেশ জেমিনি এআই ওভারলোডেড থাকে' উল্লেখ করে ওই সময়ে ডিপ রিসার্চ না করে গণমাধ্যমকর্মীদের চ্যাটজিটি নির্ভর না হয়ে কাজের ধরণ অনুযায়ী অপরাপর টুলস ব্যবহারের পরামার্শ দিয়েছেন সাইফুল আলম। এসময় তিনি বিভিন্ন কাজের উপযোগী এআই এর এআই হিউম্যানাইজার অ্যাপ হিক্সডটএআই ব্যবহারের পরামর্শ দেন তিনি। একইসঙ্গে গুগল এলএমকে-নিজের মতো করে শিখিয়ে নেয়া এবং পুরোনো পত্রিকার রেফারেন্স সহজে পেতে সংগ্রামের নোটবুক ব্যবহারের ওপর তাগিদ দিয়েছেন সাংবাদিকতার এই শিক্ষক। জানালেন, বাংলা অনুবাদের ক্ষেত্রে এখন পর্যন্ত ৯৯ শতাংশ সঠিক ফল দেয় লাইসেন্সড অফিস আর। ৯৫ শতাংশ ভালো ফল দেয় ফ্রি টুলস কুইল বট। তাই 'এআই সহযোগী হলেও ছাড়া চলা যাবে না' বলে মন্তব্য করেন সাইফুল আলম। 

তিনি বলেন, ডিপসিকে বাগ বেশি। চ্যাটজিপিটি'র চেয়ে স্লো। ডিজিটাল অ্যাসিটেন্ট (এআই) হিসেবে জেমিনি ভালো। তবে এআই সেকেন্ড হ্যান্ড ইনফো নিয়ে কাজ করে। তাই ফাস্ট হ্যান্ড ইনফো সাংবাদিকের। তাই পেছনের খবরের বিশ্লেষণের জন্য অবশ্যই এআই ব্যবহার করা এবং ডিপ রিসার্চ করা উচিত। সব মিলিয়ে সাংবাদিকদের নিজস্ব এআই টুলস তৈরি করাটাই শ্রেয়। 

ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সভাপতিত্বে সকালের এই অধিবেশনে গেমপ্লিফাইয়ের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান, ডিআরইউ'র তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, ডিআরইউ সদস্য মোহাম্মদ ইমাম হোসাইন সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিবিটেক/ইক