ঢাকায় ৪ প্রতিষ্ঠানে সি৮৫ এর সক্ষমতা দেখালো রিয়েলমি

ঢাকায় ৪ প্রতিষ্ঠানে সি৮৫ এর সক্ষমতা দেখালো রিয়েলমি
২৩ ডিসেম্বর, ২০২৫ ১১:১৭  

বাংলাদেশে বিভিন্ন স্থানে সম্ভাব্য গ্রাহকদের সামনে নিজেদের নতুন সি৮৫ স্মার্টফোনের সক্ষমতা ও স্থায়িত্বের প্রমাণ দেখালো রিয়েলমি বাংলাদেশ। ১ ডিসেম্বর ১২ ডিসেম্বর পর্যন্ত দেশের দুইটি ইউনিভার্সিটি, একটা কলেজ ও একটি গার্মেন্টসে অনুষ্ঠিত হয় এই হ্যান্ডসেটের পরীক্ষা ও অভিজ্ঞতার আয়োজন। এই আয়োজনে ৮ হাজার ৩০০ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন বলে জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ কর্তৃপক্ষ। 

অংশগ্রহণকারীদের মধ্যে ১ হাজার ৬৮০ জনের বেশি দর্শনার্থী উপহার ও পুরস্কার জিতে নেন বলে জানানো হয় ২৩ ডিসেম্বর। 

জানাগেছে, রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, রাজউক উত্তরা মডেল কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও এনআরএন নিট অ্যান্ড গার্মেন্টস লিমিটেড চত্বরে ওই সময়ে স্থাপন করা হয়েছিলো রিয়েলমি’র ডায়নামিক এক্সপেরিয়েন্স জোন। সেখানে উৎসুক মোবাইল ব্যবহারকারীদের সামনে আইপি৬৯ প্রো রেটিং ও উদ্ভাবনী রিভার্স চার্জিং সুবিধাসহ সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সম্পর্কে ধারণা দেয়া হয়। 

সেখানে আইপি৬৯ প্রো রেটিংয়ের দৃঢ়তা প্রমাণ করতে সি৮৫ সিরিজের স্মার্টফোনগুলোকে নির্দিষ্ট সময় ধরে পানির ট্যাঙ্কের ভেতর ডুবিয়ে রাখা হয়। একইসঙ্গে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিকে পোর্টেবল পাওয়ার সোর্স হিসেবে ব্যবহার;  রিভার্স চার্জিং ফিচারের মাধ্যমে পরিচালিত চার্জিং ব্যবস্থা প্রতিদিনের জীবনে কী ভূমিকা রাখছে তা তুলে ধরা হয়। এসময় অংশগ্রহণকারীরা ডিভাইসটির ডিউরেবিলিটি হাতে-কলমে পরীক্ষা করে দেখার সুযোগ পান।

ডিবিটেক/এনও/ইক