চীনে স্যামসাং ও এসকে হাইনিক্সের চিপ সরঞ্জাম সরবরাহে যুক্তরাষ্ট্রের অনুমোদন
যুক্তরাষ্ট্র সরকার ২০২৬ সালের জন্য চীনে অবস্থিত স্যামসাং ইলেকট্রনিক্স ও এসকে হাইনিক্সের কারখানাগুলোতে চিপ উৎপাদন সরঞ্জাম পাঠানোর বার্ষিক লাইসেন্স অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। মঙ্গলবার এ তথ্য প্রকাশ পায়। এই সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়ার দুই শীর্ষ চিপ নির্মাতার জন্য সাময়িক স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। খবর রয়টার্স।
চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র কিছু প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য দেওয়া পূর্ববর্তী লাইসেন্স ছাড় প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল। এর ধারাবাহিকতায় এখন চীনে চিপ নির্মাণ সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে বার্ষিক অনুমোদন ব্যবস্থা চালু করেছে ওয়াশিংটন।
এর আগে স্যামসাং, এসকে হাইনিক্স ও টিএসএমসি যুক্তরাষ্ট্রের কঠোর রপ্তানি নিষেধাজ্ঞা থেকে বিশেষ ছাড় বা ‘ভ্যালিডেটেড এন্ড ইউজার’ সুবিধা পেয়ে আসছিল। তবে এই সুবিধার মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে, ফলে এরপর থেকে প্রতিটি চালানের জন্য আলাদা রপ্তানি লাইসেন্স প্রয়োজন হবে।
বিশ্লেষকদের মতে, চীনকে উন্নত মার্কিন প্রযুক্তি থেকে সীমিত রাখতে যুক্তরাষ্ট্র প্রশাসন রপ্তানি নিয়ন্ত্রণ আরও কড়াকড়ি করছে। এদিকে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা ডেটা সেন্টারের চাহিদা বাড়ায় এবং সরবরাহ সংকুচিত হওয়ায় ঐতিহ্যবাহী মেমোরি চিপের দাম বেড়েছে, যেখানে চীন স্যামসাং ও এসকে হাইনিক্সের গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হিসেবে বিবেচিত।
ডিবিটেক/বিএমটি







