স্যামসাং টিভিতে আসছে গুগল ফটোস
দীর্ঘদিন ধরে বড় পর্দায় ছবি ও ভিডিও উপভোগ করতে গুগল ফটোস ব্যবহারকারীদের কাস্টিং বা অ্যাপ সাইডলোডের ওপর নির্ভর করতে হতো। অবশেষে সেই সীমাবদ্ধতার অবসান ঘটতে যাচ্ছে। স্যামসাং জানিয়েছে, ২০২৬ সালে তাদের স্মার্ট টিভিতে গুগল ফটোসের আলাদা সংস্করণ যুক্ত করা হবে। খবর টেকক্রাঞ্চ।
খবরে বলা হয়, প্রাথমিক পর্যায়ে মেমোরিজ ফিচারের মাধ্যমে বাছাইকৃত ছবি ও ভিডিও দেখানো হবে, যা ছয় মাসের জন্য স্যামসাং টিভিতে একচেটিয়া থাকবে। এই সুবিধা পেতে ব্যবহারকারীদের নিজ নিজ গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে।
স্যামসাং আরও জানিয়েছে, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার যুক্ত করা হবে, যার মধ্যে ন্যানো ব্যানানা টেমপ্লেট, ছবি তৈরি ও সম্পাদনা, এবং রিমিক্স ফিচার রয়েছে।
গুগল ফটোসের ভাইস প্রেসিডেন্ট শিমরিত বেন-ইয়ার বলেন, বড় পর্দায় স্মৃতি উপভোগের নতুন অভিজ্ঞতা দিতেই এই উদ্যোগ। এই সংযোজনের ফলে পরিবার ও বন্ধুদের সঙ্গে টিভিতে ব্যক্তিগত মুহূর্ত ভাগাভাগি সহজ হবে, পাশাপাশি স্যামসাংয়ের স্মার্ট টিভি অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিশ্লেষকদের মতে, এটি টিভিকে ঘরের ডিজিটাল স্মৃতির কেন্দ্র হিসেবে নতুনভাবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে। এবং ব্যবহারকারীর সম্পৃক্ততা বাড়াবে উল্লেখযোগ্যভাবে।
ডিবিটেক/বিএমটি







